কষ্ট অপ্রত্যাশিত,তাই আমি কষ্টকে ভালবাসি
ছুঁইয়ো না আমায়
আমি দোষী
পাপ করি দিবানিশি,
শুকনো পাপ উষ্ণ পাপ
অ্যালকোহলের ঢোকে ছলাত ছলাত
বিদ্রুপ করে আমায় পাড়ার লোকে
দিক্বিদিক ছুড়ি পাপের করাত।
ছুঁইয়ো না আমায়
আমি দোষী
কখনো স্থায়ী হয়নি মুখে হাসি,
বছর জুড়ে থাকে মামলা মোকদ্দমা
উকিলের বাড়ি যাই দৈনিক তিন বেলা
সমাজের বড় নিকৃষ্ট প্রাণী
কুকুর বিড়ালেরাও করে গালাগালি।
ছুঁইয়ো না আমায়
আমি দোষী
নিজগৃহ ছেড়ে থাকি পরবাসী,
কখনো ডাঙ্গায় কখনো জলে ভাসি
প্রেম নাই মায়া নাই
মোটা অংকের বিনিময়ে বিক্রি হয়ে যাই
মনুষ্যত্বের পরিচয় আমার এতটাই।
কর কি,কর কি,
ছুয়েছ কেন আমায়?
পুণ্য হতে এক দিনের স্নানে
গঙ্গায় যেতে হবে তোমায়।
[রাসেল হোসেন, ১৪-১২-১৩]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।