আমাদের কথা খুঁজে নিন

   

শেষপর্যন্ত লুবনার ভাগ্যে কী অপেক্ষা করছে!!!

প্রতিটি দিনের কাছে অনেক যে ঋণ...

সংবাদটি চমকে উঠার মত! লুবনা ৪০ হাজার ঘা খেতেও প্রস্তুত - অভিযোগ প্যান্ট পরার। খবরটি পড়ে বন্ধুদের সাথে আবেগ-ভাগাভাগিতে ইচ্ছে হচ্ছে। একেই কী তাহলে বলে মানবিকতা! মনুষ্যত্ববোধ! মানবিক অধিকার! এ খররটি দৈনিক সমকাল (০৪ আগষ্ট) এর কাছ থেকে ধার করা। সেখানে লেখা আছে - সুদানে প্যান্ট পরার অপরাধে বিচারে একজন নারী সাংবাদিককে ৪০ দোররা মারা হতে পারে। সাংবাদিক লুবনা আহমেদ আল হোসাইন তার বিচারের প্রাক্কালে দৃঢ়ভাবে ঘোষণা করেন, দেশের বর্বরোচিত আইনগুলোর পরিবর্তনের জন্য তিনি ৪০ হাজার দোররা খেতেও প্রস্তুত।

খবর এএফপি ও জিনিউজ অনলাইনের। আজ লুবনার বিচার হতে পারে। সুদানি আইনের ১৫২ ধারার অধীনে তার বিচার হবে। আইনের এই ধারায় বলা হয়েছে, যে বা যারা নৈতিকতা লঙ্ঘন এবং অশোভন পোশাক পরিধান করে তারা অবশ্যই অন্যায় করেছে। তাই তাদের ৪০ দোররা মারার বিধান রয়েছে।

৩৩ বছর বয়সী লুবনা হোসাইন টেলিফোনে এএফপির সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‌'আমি যে কোনো ধরনের ঘটনার জন্য প্রস্তুত। আমি বিচারের রায় নিয়ে মোটেও ভীত নই। ' সুদানের জাতিসংঘ মিশনের গণমাধ্যম বিভাগে তিনি কাজ করেন। প্যান্ট পরার অভিযোগে গত ৩ জুলাই খার্তুমের এক রেস্টুরেন্ট থেকে লুবনা হোসাইন ও আরও ১২ মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এর দু'দিন পর শাস্তি হিসেবে গ্রেফতারকৃত ১০ জন মহিলাকে ১০টি করে দোররা মারা হয়।

কিন্তু এ ধরনের নিষ্ঠুর বিচার নির্মূল করতে লুবনা আবেদন করেন। অন্য দু\'জন মহিলার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে। লুবনা বলেন, 'বিচারে আমাকে যদি দোররা মারা বা অন্য কোনো ধরনের রায় দেওয়া হয়, আমি আপিল করব। প্রয়োজনে আমি সাংবিধানিক আদালতে গিয়ে বিষয়টি দেখতে চাই। ' তিনি বলেন, 'সাংবিধানিক আদালত যদি বলে, এই আইন সাংবিধানিক, তবে আমি ৪০ নয়, ৪০ হাজার দোররা খেতেও প্রস্তুত।

' তিনি আরও বলেন, 'আমার প্রধান উদ্দেশ্য ১৫২ ধারার অবসান। এ ধারাটি সংবিধান ও শরিয়া উভয়েরই বিরোধী। ' তাহলে, আমরা পৃথিবীর শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা ব্যাপারটি নিয়ে কী মন্তব্য করতে পারি?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.