আমাদের কথা খুঁজে নিন

   

শেষপর্যন্ত আল্লাহ আমাকে বললো...1



ইবলিশ আমাকে নানা ভাবে ভুল পথের হদিশ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতে লাগল .... তবু ওর কথায় একটুও প্রভাবিত না হয়ে নিজের মতো করে চলতে লাগলাম... আমি জানতাম এবাবেই একদিন আল্লার দেখা মিলবেই মরুভূমির বালিয়ারির উপর দাড়িয়ে সে আমার দিকে চেয়ে ছিল ... তার ছোট্ট হাতে জড়ানো বালি গুলো বাতাসে ঝরে ঝরে পড়ছিল ... গোধূলির শেষ আলোয় ওকে যে কি সুন্দর লাগছিলো... আমি ওর দিকে আর একবার ভালো করে চেয়ে দেখলাম ... বালকসুলভ চোখে আমার দিকে চেয়ে মিটিমিটি হাসছে...... ওর রিনরিনে মধুর স্বর বালিয়ারি ছাড়িয়ে দিগন্ত জুড়ে ছড়িয়ে পড়লো ... - হ্যা . ইবলিস খুব ঝামেলায় ফেলেছে.. আমিও হাসলাম.. -এ কষ্ট জেনেই তো নেমেছি... তাছাড়া আমার ওর উপর একটা মায়া পড়ে গেছে.. - কেন ... ওর কন্ঠ শুনে মনে হলো ও জানে আমি কি বলবো.... সঙ্গে সঙ্গে মনে পড়লো ও তো জানবেই,, এ অন্তরীক্ষের কোন কিছুই ওর অজানা নয়... আমি বললাম তুমি তো জানই - কিন্তু তুমি যে কথা বলবে সে কথাতো তোমার চিন্তার জন্মের শুরু থেকেই জানি .. তাহলে এতটা পথ পাড়ি দিয়ে এসেছো কেন? আর ... আমি ওর দিকে মুখ তুললাম - তার সজীব হাসি যেন তারই একটা অংশ - আমিই বা কেন তোমার জন্য এখানে দাড়িয়ে রয়েছি কতদিন এরকম হয়েছে ... ছোট্ট খোকা টলমল পায়ে দৌড়ে আসছে .. আমি জানি ও এসে কি বলবে তবু যখন ও এসে বলে বাবা .. আমি জিজ্ঝাসা করি কি বাবা.. আমাকে আমার সামনে দাড়ানো ওই বালকের কাছে নিজেকে নিজের সন্তানের মতোই মনে হলো... আমার গলায় একটু যেন ইবলিসের সারাজীবন বয়ে বেড়ানো অভিমান মিশে গেল - ইবলিস তোমাকে সবচাইতে বেশি ভালবাসতো বলেই ও তোমার অবহেলা সহ্য করতে পারে নি...তাই - আমি কি ও কে কম ভালোবাসিনি? - তাহলে ওর প্রতি এই অবিচার কেন করলে? যে তোমায় সবচাইতে বেশি আরাধনা করলো তুমি তাকে বিপথে ঠেলে দিলে - তুমি কি জানো ওটা বিপথ - তুমিই বলেছো ওর চোখে যেন একটা দুষ্টুমি খেলা করে .. এর কাছাকাছি একটা দৃষ্টি আমি মনে করতে পারি আমার দাদুর চোখে.. আমাকে যখন সে দারুন গম্ভীর স্বরে ডাকতো ছোটু - এদিকে আয়... আমি দৌড়ে পালাতে গিয়েও ভয়ে ভয়ে তার কাছে গুটি গুটি পায়ে এগিয়ে যেতাম ... কিন্তু- সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে - ট্রান্সলেশন করার পরিবর্তে দাদু কেমন মিহি গলায় জিজ্ঞাসা করতো- মেলায় যাবি.... দাদুর সেই হারানো গলা যেন এতদিন পরে ফিরে আসে... - আচ্ছা তোমার চাকর যখন তোমার কাছে সারাদিন বলে ... আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি তোমার ভালো লাগে ? আমাকেও আল্লাহর অন্তরযামী মনে হয়। আমি স্পষ্ট পড়তে পারছিলাম ওর মনের কথাগুলো যে কথাগুলো ও আমাকে বলবে। কিন্তু আমি কিছুই বলি না। আমার মাথায় হটাৎ মনে হলো আচ্ছা ওর এই যে কথাগুলো - এগুলো কি আয়াত? কারন শব্দার্থে আয়াত মানেই আল্লাহর কথা - হতে পারে .. নাও হতে পারে .. নামও একটা শব্দ .. শব্দ সবসময় সত্য বলে না...বাতাসে ওর কথাগুলো ছড়িয়ে পড়ে.... শব্দগুলোর মধ্যে মাঝ দরিয়ায় পালের উড়ন্ত পতপত শব্দের মতো লাগে... সমুদ্র আর মরূভূমিকে আমার ঐ মূহুর্তে একই মনে হচ্ছিলো.... একটা যাত্রাভূমি .. - দাসের ভালোবাসার কোন মূল্য নেই ... এই কারনে ও কে দাসত্ব থেকেমুক্তি দিয়েছি... এ তো ওকে ভালোবাসি বলেই - এখন ও যত আমার বিরুদ্ধে তোমাদের দুষ্টু বুদ্ধি দেয় ... আমার মজা লাগে ... কিন্তু আমি যেন কিছুই শুনি না - কেবল শব্দগুলো মিলিয়ে যাই - - ও ছাড়া এই অভিমানের গুণটা তোমরা মানুষরা পেয়েছো... এতক্ষনে আমি বুঝতে পারি না ঠিক কোন শব্দটা এর পরে ও বলবে... আমি অপেক্ষা করতে থাকি ওর এর শব্দটার জন্য - সেও বুঝতে পারে আমাকে .. আমার অপেক্ষা... এক মূহূর্তের নিরবতা সে ঝুলিয়ে দিল চোখের দৃষ্টিতে সে মাথা ঝাকিয়ে বললো.....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.