যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
এই ছবি কি কষ্টের নাকি সুখের?
আমার তো মনে হয় সুখেরই। খেতে পারছে। পাশে দেখুন রান্নাঘরে উদ্বৃত্ত ভাতও রয়েছে। আমি ছবি তুলে যে তৃপ্তি পেয়েছি উনি সেটুকু ভাত মেখে খেয়ে ফেলেছেন হয়তো। কিন্তু আসলে আমার কি যায় আসে তাতে? দুঃখ বেচার এক কর্পোরেট ছাড়া আর কিছু কি আসলে?
এইসব নিয়ে যখন আলাপ করছিলাম সেসময়ে জীর্ণ শীর্ণ এক ভিখেরী হাত পাতলে পুরো নাই করে দিলাম তার অস্তিত্ব হাত নাড়িয়ে, মাফ করো না বাপ!
মানুষজন না খেয়ে থাকলে আসলে আমার সত্যিই কি কিছু যায় আসে? কই আমি তো একদিনও না খেয়ে থাকি না! দরিদ্রের কষ্ট আমার/আমাদের পক্ষে বোঝা আসলেই অসম্ভব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।