আসসালামুয়ালাইকুম,
অনেকেই হয়ত সেট কিনা নিয়ে দিধাই আছেন,মূলত তাদের কেই বলছি,
Walton Primo f2 Vs Symphony W68 আমি বার বার বলব Walton Primo f2 কিনুন ,
কারন আমিই রাজশাহীর প্রথম কাস্টমার Walton Primo f2 এর,
Walton Primo f2 এর Design অসাধারন দেখতে কিছুটা Iphone এর মত।
Walton Primo f2 এর Display 4", টার্চটা অনেকেই খারাপ বলেছে কিন্তু আমি বলব অসাধারন স্পিড টার্চ এর। Symphony W68 এর টার্চটা ও অসাধারন ।
Walton Primo f2 এর সব Sensor কাজ করে ,Symphony W68 এর সব Sensor কাজ করে না না না।
Walton Primo f2 এর Camera: ক্যামেরা দেখে ভাল মনে হলেও আসলে অতটা ভাল না।
front আর back দুই ক্যামেরাই অল্প আলোতে ভাল কাজ করে না। ছবি এর সাইজ 4mb এর মত হলেও ছবি ফেটে জাই, Symphony W68 এর আরো খারাপ অবস্তা।
Walton Primo f2 এ HD গেম ছাড়াও সব গেমই চলছে, Symphony W68 সব গেমই চলছে না।
Walton Primo f2 এর Battery backup বেশ ভাল দুইদিন অনায়ায়েসে চলে যাবে, মুল কথা Walton Primo f2 এর বেটারী বিশাল বড়,Symphony W68 এ চার্জ ভালো জাই না
Walton Primo f2 এ 1080p video অনায়ায়েসে চলে।
ক্যামেরা বাদে মোবাইল এর প্রায় সব ্ভালো এতে অনেক সফটওয়্যার ইন্সটল করা করেছি স্লও হই নাই।
Walton Primo f2 এর মিঊজিক খুব খারাপ না ,,Symphony W68 এর মিঊজিক খুব খারাপ
গতকাল রাত ১১,৩০ চার্জ ফুল করে এখন প্ররজন্ত চলছে এখনও ৩১% আছে,
ভাই আমার ও খুব ভালো লেগেছে,আমি বন্ধুদের বলব যে তারা জেন f2 কেনে,
সেট টা কিনতে পারেন, কারন আমি HD গেম খেলতে পারছি,
অরজিনাল মেমোরি 4GB ,User usable 1.27gb, RAM ও ভালো ৫১২ ই দেখাই,
খুব ভালো সেট কিন্টু কেমেরা একদম বাজে …এত কম দামে এত ক্কিছু ,আমি সন্তুস্ট...।
তবে সাদা কালারটা মনে হই দেখতে ভালো হবে,
ভালো লাগলে কমেন্ট করতে ভুল্বেন না। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।