আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ৪

!
এই সিরিজের উদ্দেশ্য, আমার জানা কিছু শব্দগুলোকে root ধরে একত্রিত করা। এতে খুব সহজেই অনেক শব্দ মনে রাখা যায়। শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ৩ আজকে যে শব্দ নিয়ে আলোচনা করব, সেটি হলোঃ Fidelity। এই শব্দের মূল হলঃ fidel ( fid/fidel ল্যাটিন fidere থেকে), এর অর্থঃ to believe, to trust,বিশ্বাস করা, belief, faith, আস্থা, বিশ্বাস। এই মূলের সাথে ভিন্ন ভিন্ন prefixes যোগ করে অনেক শব্দ তৈরি করা যায়।

fid/fidel এর সাথে আগের পর্বগুলোর জানা con-, in-, dis-এই তিনটির সাথে আরো একটি নতুন উপসর্গ per- যোগ করে আজকের শব্দসমূহঃ ১. Fidelity: Fidel + ity (noun suffix); তার মানে fidelity এর অর্থ দাঁড়ালঃ faithfulness, বিশ্বস্ততা। এই বিশ্বস্ততা যেমন কোনো ব্যক্তি, সংস্থা বা কোনো ধর্মীয় বিষয়ের উপর হতে পারে, তেমনি হতে পারে spouse'এর একে ওপরের উপরও। সমার্থক শব্দঃ loyalty, faithfulness, trustiness. বাক্যঃ President had to promise fidelity to the state. দ্বিতীয় বাক্যঃ Razib was beginning to doubt Sorna's fidelity. ২. Confide: Con + fid ; con prefix টির অর্থ হলঃ with/ together। তাহলে confide এর অর্থ দাঁড়ায় with belief বা বিশ্বাসের সাথে অর্থাৎ to put your trust in। তাই confide এর অর্থ দাঁড়িয়েছে, কাউকে বিশ্বাস করা বা বিশ্বাসের সাথে কোনো গোপন কথা কাউকে বলা।

সমার্থক শব্দঃ trust. বাক্যঃ I've never felt able to confide in my sister. দ্বিতীয় বাক্যঃ Rakib confided to his friends that he didn't have much hope for his marriage. *** Con prefix যুক্ত আরো দুইটি গুরুত্বপূর্ণ শব্দ হলোঃ Confident(আত্মবিশ্বাসী) ও Confidant ( বিশ্বস্ত বন্ধু, যাকে গোপন কথা বলা যায়) ৩. Perfidy: Per + fid + adjective suffix; per prefix টির অর্থ হলঃ through, তাহলে perfidy এর অর্থ হয়ঃ through faith, বিশ্বাসের মাধ্যমে. কিন্তু এর অর্থ দাঁড়িয়েছে বিশ্বাস অর্জনের মাধ্যমে কারো সাথে প্রতারণা করা, বিশ্বাসঘাতকতা করা। *Perfidious(adj.) সমার্থক শব্দঃ treachery, treason. বাক্যঃ Snigdha talked with anger and shock, lips and hands trembling, about the perfidy of her lover. ৪. Infidel: In + fidel; in prefix টির একটি অর্থ হলঃ in, ভিতর, কিন্তু এর আরেকটি ব্যবহার হলঃ negative prefix হিসাবে, যেমনঃ Inexpensive, Inorganic। তাই infidel এর অর্থ দাঁড়িয়েছে non beliving বা অবিশ্বাসী। * Infidelity ( বিশ্বাসঘাতকতা বা নাস্তিক্য) সমার্থক শব্দঃ Pagan, Heathen. বাক্যঃ A holy war is commenced to drive the infidels out of this holy land. ৫. Diffident: Dif + fid + ent( Adj. suffix); dif (dis- থেকে) prefix টির অর্থ হলঃ apart,পৃথক/বিচ্ছিন্ন । তাহলে Diffident এর অর্থ দাঁড়ায় apart from trust, বিশ্বাস থেকে বিচ্ছিন্ন হওয়া।

নিজের উপর আস্থাহীন, আত্মপ্রত্যয়হীন। এর বিপরীত শব্দ হলোঃ Confident. সমার্থক শব্দঃ timid,unconfident. বাক্যঃ He was diffident about his own success. ***Diffidence (n. আত্মপ্রত্যয়হীন) ৭. Bona fide: bona + fid; এইটি একটি যৌগিক শব্দ। bona শব্দটির অর্থ হলঃ good (যেমনঃ bonus শব্দটিতে) । তাহলে bona fide এর অর্থ দাঁড়ায় good faith, কোনো খাঁটি বা genuine জিনিসের উপরই আমরা ভালো বিশ্বাস রাখতে পারি, তাই এর অর্থ দাঁড়িয়েছে আন্তরিক, প্রকৃত বা খাঁটি। সমার্থক শব্দঃ Authetic, genuine. বাক্যঃ Only bona fide members are allowed to use the club pool. আজ এই পর্যন্তই।

ধন্যবাদ সবাইকে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।