shamseerbd@yahoo.com
যেকোন দেশের সরকার প্রধানের কার্যালয় রাষ্ট্রের অন্যতম প্রতীক ও বটে। সরকার প্রধানের সাথে যাবতীয় বৈঠক এখানেই হয়। একে যথাসম্ভব সুন্দর রাখার চেষ্টা সব দেশেই প্রতিফলিত।
আমরা নিরাপত্তা নিয়ে চিন্তিত হলেও সৌন্দর্যের ব্যাপারটি বলতে গেলে উপেক্ষিতই বটে। অবস্হা যদি নিচের ছবির মত হয় তবে নিরাপত্তার বিষয়টি নিয়েও আমি সন্দিহান।
সাথে গুরু নিয়ে যদি এখানে দাড়িয়ে থাকা যায়, তবেতো .................।
আরেকটি ব্যাপার খুব দৃষ্টি কটু মনে হয় , যদিও এতে মিরপুর বাসীর অনেক উপকার হয়েছে। কথা হচ্ছে এই সংযোগের কাজটা কি আরেকটু আগে পরে করা যেতনা , একেবারে প্রধানমন্ত্রীর কার্যালয় এর মুখেই করতে হবে। প্রায়ই মনে হয় কোন ছাগলটা এর ডিজাইনার। আর্মির বাধা থাকলে আরেকটু সামনে নিয়ে করলে কি হতনা।
বাহবা পেতে গিয়ে ম উ ত রাজনীতিবিদদের স্বপ্নের জায়গাটার সৌন্দর্যের বারটা বাজিয়েছেন , ক্ষমতার মায়ায় অন্ধ হয়ে থাকা রাজনীতিবিদদের দৃষ্টিতে এটা পড়েছে বলে মনে হয়না।
অবশ্য জনগনের বারটা বাজাতে থাকা রাজনীতিবিদদের কথা যদি ভাবি , তখন সহজেই নান্দনিক সৌন্দর্য প্রিয়তার এসব ব্যাপারকে উপেক্ষা করা যায়। এতে দোষের কিছুও নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।