"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
অনেক ব্লগারেরই অভিযোগ মেয়েদের পোস্টে কমেন্ট বেশি পড়ে। আমার লাস্ট পোস্ট নিয়ে জনৈক ব্লগারের অভিমত ওটা ব্যক্তি আক্রমণাত্বক পোস্ট ছিল তারপরও আমি নারী ব্লগার তাই বেইল পেয়েছি। অথচ সেইম টপিকের একটা পুরানো পোস্ট দেখলাম একজন পুরুষ ব্লগারের। কই তাকে তো কেউ একবারও বলে নি ওটা ব্যক্তি আক্রমণাত্বক!
পুরুষ ব্লগাররা সবসময়ই দেখছি সুন্দর প্রোফাইল পিকচার দেয়া নতুন নিকগুলোতে কমেন্ট সাথে তাদের নিয়ে পোস্টও দিচ্ছেন এবং স্বীকার করছেন এগুলো ছেলেদের বানানো নিক। কিন্তু যখন এটার এথিক্স নিয়ে বলতে গেল কোন নারী ব্লগার তখন সে হয়ে গেল জনপ্রিয়তার কাঙাল, হিট কামানোর ফন্দিবাজ!
আজকাল ব্লগে ঢুকলেই একই কথা লুল বাবু আর ফুল বানু।
ছেলেরা নিজেদের লুল বলে গর্ব করুক মজা করুক আমার কিছু যায় আসে না। কোন নারী ব্লগারকে ফুল বানু বললে তার রাগ না ও লাগতে পারে তাতে তার কিছু নাও আসতে পারে কিন্তু আমার আসে, আমার রাগ লাগে কেউ আমাকে ফুল বানু বললে। আমি এমন কিছু ব্লগে করিনি বা এমন কোনো পোস্ট দেইনি যাতে মনে হতে পারে একজন নারী হিসেবে আমাকে মানুষ ট্রিট করবে। আমার মনেহয় এ ধরনের অনেক নারী ব্লগারই আছেন যারা আমার মত করেই ভাবে। ব্লগে আসিই আমরা বিভিন্ন মানুষকে জানতে, পরিচিত হতে।
অনেক মানুষের সাথে এভাবে পরিচিতও হয়েছি অনেক ব্লগারই এভাবে ভালো বন্ধু হয়েছে। সুতরাং আমার ব্লগে যারা কমেন্ট করবে তাদেরকে লুল বলা হবে, আমার ফ্রেন্ডরা প্লাস দিয়ে কমেন্ট করলে তাদেরকে লুল বলা হবে এটা আমার কাছে যথেষ্ট আপত্তিকর মনেহয়।
কিছু লোকের সাথে কেন দুরত্ব রেখে চলতে হয় বা সবাই বন্ধু হয় না। ২বছরেও কেউ বন্ধু হতে পারে না আবার ২মাসেই ভাল বন্ধু হয়ে যায় অনেকে। এটা নিয়ে অনেকেরই খোচা মারা অব্যাহত থাকে।
কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম দেখলাম সেই পোস্টের বিপরীতে একজন পোস্ট দিয়েছেন। সেই পোস্টে আমার পোস্টে করা কমেন্টকারী কয়েকজন যারা আমাকে প্লাস দিয়েও ধন্য করেছেন তারাই আবার ঐ পোস্ট কে বাহাবা দিয়েছেন। এবং তারা কি আশা করেন?? তাদের সাথে খুবই আন্তরিক ব্যবহার করতে হবে?
ব্লগে আমি কি লিখবো এটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আপনি কেউ না এটা নির্ধারণ করার কি লিখবো। ভাবছিলাম এই ব্যাপারটা নিয়ে ব্লগে কিছু বলবো না কিন্তু বাধ্য হলাম।
ব্লগের সমস্ত নারী ব্লগারদের ফুলবানু ডাকবেন এটাও ঠিক না।
এটা হচ্ছে ভদ্র ভাষায় গালি দেয়া। নীচ মানসিকতার পরিচায়ক এটা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।