একজন অলস মানুষ আমি
দুর্নীতি প্রতিরোধে সক্রিয় থাকার ঘোষণা দিয়ে নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, মন্ত্রিত্ব চলে গেলেও আপস করবেন না তিনি। গতকাল রোববার মন্ত্রণালয়ে দায়িত্ব বুঝে নেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর বিডিনিউজের। দেশের নদীগুলোর নাব্যতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন মন্ত্রী। তিনি আশাবাদী সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে বিরোধ আলোচনার মাধ্যমেই সমাধান হবে।
শেখ হাসিনার মন্ত্রিসভার দ্বিতীয় দফা সম্প্রসারণে শুক্রবার মন্ত্রী হিসেবে শপথ নেন মাদারীপুরের এ সাংসদ। মন্ত্রী শাজাহান বলেন, “মন্ত্রণালয়ে কোনও অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। যে কোনও মূল্যে তা বন্ধ করা হবে। যদি মন্ত্রিত্ব চলেও যায়, তারপরও দুর্নীতির সঙ্গে আপস করা হবে না। নৌমন্ত্রী বলেন, ‘‘নৌপরিবহণ মন্ত্রণালয়ের দুর্নাম রয়েছে যে এই মন্ত্রণালয়ের অধীনে যে সব প্রকল্প নেওয়া হয় তা দ্রুত বাস্তবায়ন হয় না।
এ দুর্নাম কাটিয়ে উঠতে হবে। “দেশের নদ-নদীগুলোর নাব্যতা বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহাপরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়নে কাজ করব। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই কর্মপদ্ধতি নির্ধারণ করা হবে।
সমুদ্রসীমার বিষয়ে তিনি বলেন, “সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে যে বিরোধ রয়েছে, তা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা করছি। দাবি করা সমুদ্রসীমার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ কী পদক্ষেপ নেবে- জানতে চাওয়া হলে শাজাহান বলেন, “এই মাত্র দায়িত্ব নিয়েছি।
সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। বিভিন্ন নৌরুটে ফেরি সমস্যার সমাধানের বিষয়ে নৌমন্ত্রী বলেন, “আমাদের ৬টি বড় ফেরি বর্তমানে বিকল। এগুলো মেরামতের পাশাপাশি ছোট আকারের নতুন ফেরি সংগ্রহের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে। এক্ষেত্রে পদক্ষেপ শিগগিরই নেওয়া হবে বলে মন্ত্রী জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।