আমাদের কথা খুঁজে নিন

   

শেষটা ভালো হলো না বাংলাদেশ দলের



ওয়েস্ট ইন্ডিজ সফরে শেষটা ভালো হলো না বাংলাদেশ দলের। টেস্ট ও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ধবল-ধোলাই করলেও কাল সেন্ট কিটসে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে ১৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে হেরে গেছে তারা। পুরো ২০ ওভার খেলেও যে বাংলাদেশের স্কোরটা ৯ উইকেটে ১১৮ রান, তাতে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের যতটা না কৃতিত্ব, তার চেয়ে বেশি ভূমিকা বাংলাদেশের ব্যাটসম্যানদেরই। উইকেট বিলিয়ে দেয়ার প্রতিযোগিতায়ই যেন নামল সবাই। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করা নাঈম ইসলামসহ চারজনই রান আউট। আশরাফুল (০), সাকিবরাও (১৭) দিয়েছেন বাজে শট খেলতে যাওয়ার দণ্ড। ইনিংসের প্রথম বলেই সাকিব ওপেনার ডেল রিচার্ডসের উইকেট তুলে নিলেও সান্ত্বনার জয় পেতে কষ্ট হয়নি ওয়েস্ট ইন্ডিজের। সাকিবের প্রথম ওভারেই শূন্য রানে মুশফিকুরের হাতে জীবন পাওয়া ডেভন ্নিথ (৩৭) ও ট্রাভিস ডাওলিনের (৩৭&ৗ৫৮৬০৮ দু’টি ইনিংসই জিতিয়ে দিয়েছে তাদের। বাংলাদেশের পক্ষে আশরাফুল ২টি এবং সাকিব, নাজমুল ও রুবেল পেয়েছেন ১টি করে উইকেট। সংক্ষিপ্ত স্কোরঃ বাংলাদেশ ১১৮/৯ (২০ ওভার) নাইম ২৭(১৮), মাহমুদুল্লাহ ২১(২৭) সামি ৩৩/২, মিলার ২২/২ ওয়েস্ট ইন্ডিজ ১১৯/৫ (১৬.৫ ওভার) স্মিথ ৩৭(২৭), ডাউলিন ৩৭&ৗ৫৮৬০৮;(৩৭) আশরাফুল ১৮/২, সাকিব ১৩/১ ফলাফলঃ ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী ম্যান অফ দ্য ম্যাচঃ ড্যারন সামি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.