আমি সুমাইয়া বরকতউল্লাহ। ছাত্রী। লেখালেখি করা আমার ভীষণ পছন্দ। আমি ছড়া, গল্প লিখি। পত্রিকায় নিয়মিত লিখি। লেখালেখি করে বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছি। শিশু অধিকার রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ (প্রিণ্ট মিডিয়া) পর পর ৩ বার জাতিসংঘ-ইউন বারবার ডেকে আনে হরতাল আয়রে দেখ চেয়ে গাড়ি-ঘোড়া কোনপথে যায়রে ইটা লাঠি নিয়ে তারা, বলে পথ আটকা ভাঙে গাড়ি ধুন্ধুমা-ছুড়ে মারে পটকা ভাঙে মাথা ভাঙে ঠ্যাং আগুন দেয় গাড়িতে ’মানবি না দাবি-দাওয়া-ফিরব না বাড়িতে’ এই দাবি করে যেই পিকেটার চলছে ধরে তারে পুলিশে আহা কিযে ডলছে ডলাখেয়ে বাঁকা হয়ে যায় তারা জেলেতে বলে, `আর মাতব না-এইরম খেলাতে' লাভ কিরে হরতালে চলছে তো দেশটা- সরকার হেসে কয়-দেখে দিমু শেষটা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।