আমাদের কথা খুঁজে নিন

   

শেষটা ভালো হল না শাহবাগ, প্রজন্ম চত্বরে

শেকল আমাকে আটকাতে পারবেনা, পারবে সময়। সময়ের আগে তাই ছুটে চলেছি। শেষটা ভালো হল না। পক্ষপাতহীন আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে এসে এই ছন্দপতন সেই জরাজীর্ণ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কিছু লোকেরই জয়গান ঘোষণা করে। আমরা বিএনপি, আওয়ামী কে চাইনি, জনগণের মঞ্চে কমুনিস্ট, পক্ষপাতদুষ্ট বুদ্ধিজীবীদের আধিপত্যও চাইনি।

দুর্বার শপথ করার জন্য তৈরি ছিলাম আমরা। আশা করেছিলাম, দেশগঠনে এই জাগরণ ধরে রাখার শপথ আসবে, আশা করেছিলাম আরব বসন্তের মত বাংলাদেশ বসন্তের শপথের, আশা করেছিলাম রায়ের কেন শেষ মুহূর্তে সরকার প্রশ্নবিদ্ধ ভূমিকা রেখেছে সেই জবাবদিহিতা নিশ্চিতকরণের শপথের, আশা করেছিলাম বিরোধীদল কেন কোন বিবৃতি দেয়নি সেই জবাবদিহিতা নিশ্চিতকরণের শপথের। আশা ছিল ৭১ পরবর্তী সকল যুদ্ধাপরাধীদের কঠোরতম বিচারের, সেখানে ৭৫ পরবর্তী বিচারের কথা বলে রাজনৈতিক দৈন্যই ফুটে উঠল ... আশাহত। আশা ছিল একটি তাহরির স্কয়্বারের। যেখানে ক্রোধে ফেটে পড়া কিছু মানুষ একটি মঞ্চকে ইতিহাস বানিয়েছিল।

উৎসবের আবহে অনেকেই বোকা হয়ে গিয়েছেন। গত দুইদিনে যে আশা তৈরি হয়েছিল, তার সাথে মিলল না। চাইলে আমাকে বকা দিতে পারেন, মুন্ডুপাতও করতে পারেন। কিন্তু ২০০০ এর অধিকের সাথে অনবরত ব্লগ লিখনের মাধ্যমে সংযোগ, অসংখ্য মানুষকে আহবান, এবং পরিশেষে প্রায় ৪৫০ জন অপরিচিত কিন্তু আহবানে সাড়া দেওয়া মানুষকে সাথে নিয়ে যাওয়ার পর মনের এটুকু অভিব্যক্তি প্রকাশ করলেও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি ফেসবুকে সাথে থাকতে চাইলে, https://www.facebook.com/tawfeeq.hasan ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.