আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ২

!
এই সিরিজের উদ্দেশ্য, আমার জানা কিছু শব্দগুলোকে root ধরে একত্রিত করা। এতে খুব সহজেই অনেক শব্দ মনে রাখা যায়। শব্দের শিকড়ে টান দিন, নতুন শব্দ শিখুন - ১ আজকে যে শব্দ নিয়ে আলোচনা করব, সেটি হলোঃ Digress। এই শব্দের মূল হলঃ gress(ল্যাটিন Gradus>Grade থেকে), এর অর্থঃ to walk, to step, চলা, পদক্ষেপ ফেলা। এই ভিত্তি মূলের (base root) সাথে ভিন্ন ভিন্ন prefix root যোগ করে অনেক শব্দ তৈরি করা যায়।

১ম পর্বের জানা ex-, pro-, con-, in-, re- এই পাঁচটির সাথে আরো দুইটি উপসর্গ di- ও trans- নিয়ে আজকের শব্দসমূহঃ ১. Digress: Di + gress; di (dis- থেকে) prefix টির অর্থ হলঃ apart, পৃথক/বিচ্ছিন্ন । তার মানে digress এর অর্থ দাঁড়ালঃ to walk apart, to step aside। আমরা মাঝে মাঝেই লিখতে বা কথা বলতে গিয়ে মূল আলোচনা থেকে দূরে সরে যাই। digress এর অর্থ হলঃ মূল প্রসঙ্গ থেকে সরে যাওয়া। digression (n.): অপ্রাসঙ্গিকতা।

সমার্থক শব্দঃ stray, divagate. বাক্যঃ During the lecture, our Chemical Engineering course teacher digressed to give the history behind each theory. ২. Egress: Ex + gress; ex prefix টির অর্থ হলঃ out (যারা পর্ব-১ পড়েছেন তারা ইতোমধ্যেই জানেন)। তাহলে Egress এর অর্থ দাঁড়ায় to go out। তাই egress এর অর্থ দাঁড়িয়েছে, প্রস্থান। সমার্থক শব্দঃ exit. বাক্যঃ A supermarket is useless without means of access and egress. ৩. Progress: Pro + gress; pro prefix টির অর্থ হলঃ forward/ahead (যারা পর্ব-১ পড়েছেন তারা ইতোমধ্যেই জানেন)। তাহলে progress এর অর্থ হয়ঃ to go forward. আর এগিয়ে যাবার অর্থ হল অগ্রগতি, প্রগতি।

সমার্থক শব্দঃ advancement. বাক্যঃ I'm afraid we're not making much progress, only one word a day! আসলেই কি তাই? ৪. Congress: con + gress; con prefix টির অর্থ হলঃ with/ together। তাহলে congress এর শাব্দিক অর্থ দাঁড়ায়ঃ to walk together, একসাথে চলা। কিন্তু প্রকৃত অর্থে congress মানে হল মহাসভা বা প্রতিনিধিদের সম্মেলন। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নামও কিন্তু congress বাক্যঃ Al-Fatah's fifth congress opens in Tunis. ৫. Ingress: In + gress; in prefix টির অর্থ হলঃ ভিতর। তাই ingress এর অর্থ দাঁড়িয়েছে to walk in, প্রবেশ।

Ingress এর বিপরীত শব্দ হল Egress. সমার্থক শব্দঃ entry, entrance. বাক্যঃ The seal of the bottle prevents ingress of moisture. ৬. Regress: Re + gress; re prefix টির অর্থ হলঃ back/again। তাহলে Regress এর অর্থ দাঁড়ায় to move backward। তাই Regress এর অর্থ দাঁড়িয়েছে, শারীরিক অথবা চিন্তা ভাবনার দিক থেকে আগের অবস্থায় ফিরে যাওয়া। Regress এর বিপরীত শব্দ হল Progress. সমার্থক শব্দঃ retrograde, retrovert. বাক্যঃ When he was ill and in the hospital, his mind seemed to regress, often talking about his childhood. ***Retrogress: Retro + gress; retro prefix টির অর্থ হলঃ back, backward. এই শব্দের অর্থও regress এর মত, কিন্তু retrograde বেশির ভাগ ক্ষেত্রে শুধু খারাপ অর্থেই বুঝানো হয়। বাক্যঃ If you do not follow the doctor's orders, your condition will retrogress. ৭. Transgress: Trans + gress; Trans prefix টির অর্থ হলঃ across।

তাহলে transgress এর অর্থ দাঁড়ায় to step across। কোনো কিছুকে পার করে যাওয়ার অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। Transgress এর অন্য আরেকটি অর্থ হল চুক্তি বা আইন ভঙ্গ করা। সমার্থক শব্দঃ trespass, breach. বাক্যঃ Almost immediately the treaty between Bangladesh and India was transgressed by the construction of fence along the border. আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।