পরির্বতনের সময় এখন....
বৃষ্টি কার না ভালো লাগে....তবে ঢাকা শহরে যারা বসবাস করে তারা মনে হয় মনে মনে ঝড়ো মাতাল বৃষ্টি চাইলেও ভোগান্তির আশায় তা চায় না....রাতভর মাতালকরা বৃষ্টি আর সকালের গুড়ি গুড়ি বৃষ্টি দেখেও খারাপ লাগাটা ছিলো না .....ছিলো না তখনও যতক্ষন পযন্ত মানুষের ভোগান্তি আর নিজে না ভুগছি.....
খিলগাঁও ফ্লাইওভার অতিক্রম করার পর শাহজাহানপুর এর পরই টের পেলাম মানুষের ভোগান্তি......অনেকে কিছু না পেয়ে হাটু পানিতে হেটে যাচ্ছে .....সামনে যতই এগিয়ে যাচ্ছি পানির পরিমান ততই বৃদ্ধি পাচেছ......রাজারবাগ মোড় এসে দেখলাম এখনকার অবস্থা পুরোপুরি রাজার হালের মত
রাজারবাগের প্রজারা বেশ কষ্টেই....ফুটপাতেই হাটুপানিতে হাটিহাটি করছে....অনেকে এরই মাঝে পড়েও গেছে....
কথায় আছে "যায় দিন ভালো আসে দিন খারাপ" ঠিক তেমনি রাজারবাগের প্রজার ভাগ ছেড়ে যখন দেওয়ানবাগের সামনে আসলাম তখন দয়াল বাবার অশেষ কৃপায় অনেকটা কোনদিকে যাবো ঠিক করতে না পেরে অবশেষে আরামবাগ এর দিকে গমন।
তখনও কি জানি কপালে আরো দুর্গতি আছে....পানি রিকশার পাটতন ছুই ছুই করছে....
আরামবাগে পৌছা মাত্র আমার আরাম পুরা হারাম কইরা পানি পাটাতনের কয়েক ইঞ্চি উপরে..
অবশেষে রিকশার সিট ছেড়ে উপরে উঠতে বাধ্য হলাম...
সেই সাথে কক্সবাজারের ঢেউ এর বাড়ি খাইয়া নিন্মাংশ ভিজাইতে বাধ্য হলাম....মনে মনে গালি দিলাম বাসওয়ালাকে....শালা যাবি তো যাবি ওমন বিশাল ঢ়েউ উঠাইয়া যাবি...???
যে সিট ছাইড়া উপরে বইসাও রেহাই পাইলাম না............
ছবি নং-১,২,৩,৪
রাজারবাগ এর প্রজাদের অবস্থা...
ছবি নং ৬,৭
দেওয়ানবাগের সামনের অথৈ পানি.....(কুল নাই কিনার নাই অথৈ দরিয়ার পানি)
ছবি নং-৮ আরামবাগরে দিকে গমন
ছবি নং-৯ আমার অবস্থানটাও ছিলো অনেকটা এইরুপ......তারই একটা নমুনা...পরবর্তী অবস্থা অবনতে হওয়াতে নিজেকে নিয়েই ব্যস্ত ছিলাম ফটুক তুলার সময় পাই নাই...(মানে ঢেউ সামলাতে)
বাবি সবগুলো ছবিই আরামবাগে মানুষের আরাম খাওয়ার দৃশ্য কোথাও বাস নষ্ট, কেউ বা ভেনে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।