আমাদের কথা খুঁজে নিন

   

এবার ওয়ানডেতে জয

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........

ওয়ানডের ইতিহাসে আরেকটি সাফল্য এল বাংলাদেশের, এতদিন ও.ইন্ডিজের বিপক্ষে অধরা জয় ধরা দিল ডমিনিকার উইন্ডসর পার্কে একদল তরুণের হাত ধরে । পেস সহায়ক উইকেট চাই বলে মুখে ফেনা তুলে ফেলা উইন্ডিজ কোচ ডাইসন এবারো মনের মত উইকেট না পেয়ে নিজেই স্পিনার নামালেন । হতাশ করেনি বাংলাদেশি ব্যাটসম্যানরা, সময়োপযোগী ব্যাটিং-এর সুন্দর প্রদর্শনি করলেন তারা । যদিও উইকেট বিলিয়ে দেয়ার বিলাসিতা এদিন চোখে পড়েনি ভাল রান করার কারনে । সামনের দিনগুলোয় এমন ব্যাটিং করতে পারলে আরো সাফল্য আসবে , একথা নির্দ্বিধায় বলা যায় ।

আব্দুর রাজ্জাককে টেস্টে না নেয়া যে ভুল ছিল তা নির্বাচকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন । কালকেই ক্যারিবিয়ানে প্রথম খেলতে নামলেন এবং পেয়ে গেলেন চার উইকেট । তার বোলিং-এর সামনে আবার ফুটে উঠল ও.ইন্ডিজের স্পিন দুর্বলতা । তার বোলিং ভুলিয়ে দিয়েছে ফিল্ডিং-এর ভুলগুলো, নাহয় মিসফিল্ডিঙের মাসুল দিতে হত । আরো দুটি ম্যাচ, আরেকটি ইতিহাস গড়ার হাতছানি ।

পারবে বাংলাদেশ ? যদি পারে তবে সেটি নতুন করে চেনাবে বাংলাদেশের ক্রিকেটকে । জিম্বাবুয়ে, কেনিয়া, আয়ারল্যান্ড ছাড়া আর কারো সাথে সিরিজ জেতা হয়নি । কুলিন শ্রেণীর দলগুলোকে মাঝে মধ্যে হারালেও ধারাবাহিকতা যে ছিলনা । ধারাবাহিকতা প্রমাণের এ সুযোগ হাতছাড়া করা যে চলবেনা । নতুন দলপতি মাশরাফির অনুপস্থিতিতে আরেক নতুন অধিনায়ক সাকিবের হাত ধরে বাংলাদেশ ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করবে ও.ইন্ডিজকে এ স্বপ্ন বাস্তবায়নের মাঝে আর দুটি ধাপের দূরত্ব ।

আশায় থাকলাম বাংলাদেশের উইন্ডিজ বিজয়ের দৃশ্য দেখার ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.