আমাদের কথা খুঁজে নিন

   

রাতের বঙ্গবন্ধুতে ছাত্ররাজনীতির নগ্নতা !!

নিজেকে জানতে পারলে বদলে দিতে পারবে আমার এই দেশটিকে। ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠায় প্রয়োজন ডিজিটাল কিছু মানুষের। তাহলেই গড়ে উঠবে একটি স্বপ্নময় দেশ।
সারাদিন শত কর্মব্যস্ততার মাঝে বসবাস করে ক্লান্ত দেহটিকে যখন বিছানায় ঠেলে দেই তখন সময় ১১.৩০pm. রাত যখন ১২.০৫, ঠিক তখনি বাহিরের ধর ধর শব্দে ঘুম ভেঙে যায়। কোনো কিছু বুঝে উঠার আগেই শুরু হয়ে যায় ধাওয়া পাল্টা ধাওয়া।

ছাত্ররাজনীতির ভয়াবহতায় ভয়ে শিউরে উঠি । যেই উপলক্ষ্যে ছাত্ররাজনীতি তারই প্রকৃতি এই মারামারি। রুমে আমি তখন একা। দরজা লক করে বেরিয়ে আসি বারান্দায়। স্বচক্ষে এই প্রথম দেখি পাশের বন্ধুরা কিভাবে রামদা, রড আর হকিস্টিক নিয়ে প্রতিপক্ষ গ্রুপের উপর হামলা চালায়।

এক বন্ধু এলোপাতারি রামদা চালাতে থাকি। তিন তলার বারান্দা থেকে তাকিয়ে থাকি এই নগ্ন হামলার দিকে। হকিস্টিকের আঘাতে কয়েকজন ভুপাতিত হয়। তারপর শুরু হয় আরো জগন্যতম চিত্র। গেস্টরোম, হল অফিসসহ প্রায় ১৫ টি রোম ভাংচুর হয়।

প্রশ্ন জাগে, এখানে স্বার্থটা কি এবং কার ? প্রায় ১৫ মিনিটের মাথায় পুলিশ ও বিভিন্ন সংবাদ-মাধ্যম গুলো হলের চত্বরে ভিড় জমায়। কিন্তু কি হলো এসে, যা হবার তাতো হয়ে গেছে। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীরা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এই তান্ডব চালায়, তা ভাবতে গেলে মুখের ভাষা হারিয়ে ফেলি। টিভি রোমের সামান্য একটা ব্যপারে এতো বড় ঘটনা, তা মেনে নেয়া বড় কষ্টকর। শিক্ষা প্রতিষ্টানের এই অবস্থায় প্রতিটি বাবা-মা আজ তাদের সন্তানদের নিয়ে আতংকিত ও শংকিত।

ছাত্ররাজনীতির এই নগ্নতায় হলে থাকা আজ বড় দায়। যখন রাত ৩ টা তখন ধর মার কাট কাট শব্দে অঝোর ধারায় বৃষ্টির কান্না শুরু হয়। এই বৃষ্টি কি পারবে সব সমস্যার সমাধান দিতে ?? বি:দ্র: রাতের কারনে ছবি তুলতে পারিনি। নিজের জীবন নিয়েই টানাটানি। তাই সকালের কিছু খন্ড চিত্র ! আর ভুলগুলো শুধরে নিবেন, প্লিজ ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।