আমাদের কথা খুঁজে নিন

   

সুখের এক পায়রা ছিল..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

আমার হৃদয় জমিনে একটি ফুলের বাগান ছিল। সে বাগানে এক সময় খুব ফুল ধরত। লাল, নীল, হলুদ, সাদা.. আরও কত রং বেরংয়ের ফুলে পুরো বাগানটা ভরে থাকত। ভিতরটা আমার শত বৈচিত্রময় সুমিষ্ট গন্ধে মৌ মৌ করত। সুখ আর শান্তির এক মহামিলন মেলায় ভিতরে আমি এক মহা অনুভূতি টের পেতাম।

সেই অনুভূতি আমায় স্বর্গের সুখ দিত। মহাশান্তির লীলাভূমিতে আমি বুদ হয়ে পড়ে থাকতাম। মহাবিশ্বের সমস্ত আনন্দ যেন আমার হৃদয়ে এসে ধরা দিত। সেই আনন্দের বন্যায় ভাসতে ভাসতে.. ভাসতে ভাসতে আমি চলে যেতাম অচীন কোন আনন্দালোকে। পৃথিবীর সকল দৈন্য-দুর্দশা, দুঃখ-কষ্ট, ব্যথা-বেদনা সব কিছু ভুলে আমি আমাকে ভাসিয়ে দিতাম স্বর্গীয় সুখের এক অন্য ভুবনে.. মাঝে মাঝে মনে হত, আমি যেন মহাসুখের ঝর্ণায় অবগাহনের উদ্দেশ্যেই এই ধরা মাঝে এসেছি।

তা না হলে এত অসহ্য সুখ আমাকেই কেন ঘিরে থাকবে। মাঝে মাঝে ভাবতাম খুব করে। নিজেকে নিজেই প্রশ্ন করতাম, কি এমন মানুষ আমি ! যে আমাকেই জগতের তাবৎ সুখ সহ্য করতে হবে.. আমি কি এর যোগ্য ? নাকি বিধাতা ভুল করে.. নাহ্ তা হবে কেন ? তবে.. মনের ভিতরে খুব খটকা লাগত। কারণ কোন যে উত্তর খুঁজে পেতাম না । ..সেদিন আমি খুব বেশি উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম।

আমার ভিতরের আমিটা সেই অসহ্য সুখের কারণ খুঁজতে খুঁজতে খুব বেশি মাত্রায় উত্তেজিত হয়ে উঠেছিল। সবাই আমাকে শান্ত করার চেষ্টা করল। কিন্তু, কেউ পারলনা। পাশেই ছিলে তুমি। তুমি আমার বাঁ কাঁধে তোমার ডান হাতটি রেখে বলেছিলে, "শান্ত হও জীবন".. তৎক্ষনাৎ আমার মাঝে এক অন্যরকম স্নিগ্ধতা এসে ভর করল।

আমি শান্ত হলাম। আমার মনের সমস্ত চঞ্চলতা মুহূর্তেই যেন কোন অজানায় পালিয়ে গেল। সুখের বিশালতায় আমি হারিয়ে গেলাম। কি এক দুর্বার প্রেম কাজ করত আমাদের মাঝে। আমাকে না দেখে তুমি, তোমাকে না দেখে আমি মুহূর্তকালও যেন থাকতে পারতাম না.. এখন বুঝতে পারি.. এখন খুঁজে পাই সেই সব দিনের সমস্ত প্রশ্নের উত্তর.. আমার সুখের উৎস ছিলে তুমি.. তুমিই ছিলে আমার সুখ আর শান্তির এক শ্রেষ্ঠ মোহনা.. তোমার মাঝেই আমি স্বর্গ অপার সুখ পেয়েছিলাম.. তুমি পাশে ছিলে বলেই আমার অত সুখ ছিল.. তখন বুঝিনি.. এখন বুঝি, তোমার হারাবার পর এখন আমি সবই বুঝি...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।