জীবনের এই গতিপথ...পূর্ব-পশ্চিমে যেন এক নিছক অন্বেষণ
প্রিয় নীলিমা,
কত রাত চেয়ে দেখেছি তোমায়,
কত দুপুর বৃষ্টিতে ভিজেছি,
কত সন্ধ্যায় গোধূলি লগ্ন দেখেছি।
শুধু ছুঁতে চেয়েছি একবার,
একান্ত আপন করে।
কৈশোরের দুরন্তপনায়,
অথবা শিশির ঝরা সকালে।
কিন্তু তুমি ধরা দাওনি।
দিগন্ত ধরার জন্য,
যতবারই হাত বাড়িয়েছি,
তুমি ততই দূরে সরে গেছো।
প্রিয় অনন্যা,
এখনো মাঝে মাঝে,
পথে-ঘাটে, ব্যাস্ততার অবসরে,
পরিচিত আর অপরিচিতের ভিড়ে,
তোমার সাথে দেখা হয়।
তখন কেন জানিনা,
শুধু নীলিমার কথাই মনে হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।