আমাদের কথা খুঁজে নিন

   

দিনবদল: আগে বাকী চাইত, এখন ফ্রি চায়!!!

নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!
বাকিতে ক্রয়-বিক্রয় বঙ্গদেশের বহুত পুরানা কালচার। মুখ চেনা লোক, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদর গোচের লোক। দোকানী না করতে পারেনা। তবে ঘড়েল হলে যা করে- ৫টাকার মাল বাকীর খাতায় সাড়ে সাত টাকা লিখে রাখে! সূদ-সমেত আর কি! তবে উল্টাটাও ঘটে দেদার। বাকিতে খেয়ে বেমালুম ভুলে যাওয়া।

মানে ফাও। বা টাকাটা মেরেই দেয়া। যাহোক নির্ঝন্জাট থাকার একমাত্র উপায় একেবারেই বাকি না দেয়া। তাই লিখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেননা। বাকির নাম ফাঁকি।

বাকিতে ঈমান নষ্ঠ। বাকিতে বন্ধুত্ব নষ্ঠ ইত্যাদি মহাবানী। তবে দিন বদলেছে। এখন বাকি বকেয়া নয়। পুরোদস্তুর ফ্রি চাওয়া হচ্ছে।

তাও আবার বিড়ি বা ডিম নয়, কুমিল্লা-ঢাকা বাসের টিকেট। তিশা পরিবহনের কাউন্টারে টানানো ছবির নোটিশটি দেখে কর্তব্যরতকে জিগাইলে এমনই কইল, পাড়ার পোলাপান ফ্রি চায় তো! মুখ ফুটে না করবার পারিনা। তাই নোটিশ লটকাইছি!! সত্যি দিনবদলেছে। জয় বাংলা।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.