পাপী বাঙালি বড় একটা সুযোগ পাইছে। তারা তাগোর মধ্যেই সন্ত, মুক্তিদাতা, প্রভুর কল্যান বাহক আবিষ্কার কইরা নিছে।
আমি জিগাই, বাঙালির পাপমুক্তির শপথ নেয়ার অধিকার প্রথম আলো কর্তৃপক্ষকে কে দিছে? এই শক্তি, তাকত একটা কর্পোরেট মিডিয়া দেখায় কি কইরা !
পত্রিকায় যে বিজ্ঞাপন গুলো মারাহইতাছে, যে শপথের কীত্তন গাওয়া হইতাছে, তার উপস্থাপনে কেনো ছুড়ির ধার দেখা যায়? ছুড়ি চাপাতির ধার দিয়া কি দিন বদল হয়???
দেশ জুইড়া আলো নাই, তাই আমাগোর আলো বিলাইতে গ্রামীন ফোন মরিয়া। বাণিজ্য করার ধান্দায় বানিজ্যিক উপনিবেশকে যে আলো হীন, অথর্ব কইরা তুলতে হয় আর নিজোগেরে মুক্তিদাতা হিসাবে খাড়া করাইত হয়, এ কাহিনি জারি রাইখা বাঙালির পোঁদ মারার ধান্দা আর কতোকাল !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।