আমাদের কথা খুঁজে নিন

   

বাঙালী নারীর পোষাক



পাশ্চাত্যের অনুকরণ করতে গিয়ে বাঙালী নারীর এমন পোষাক কক্ষণো পরিধান করা উচিত নয় যা তাদের জন্যই বিপদ ডেকে আনতে পারে। বাঙালী নারীর সব সময়ই স্মরণে রাখা উচিত যে এটা কোন পশ্চিমা দেশ নয়। এখানকার সমাজ ব্যবস্থা আর পাশ্চাত্য সমাজ ব্যবস্থা এক নয়। নারী-স্বাধীনতার নাম উচ্ছৃঙ্খলতা বা নগ্নতা নয়। সভ্যতার নামে যে সমাজে ব্যভিচারের স্রোত বয়ে চলে, সে সমাজ অচিরেই ধ্বংস হতে বাধ্য।

অবিবাহিতা বাঙালী রমণী সেলোয়ার-কামিজের সাথে শালীনভাবে ওড়না পরিধান করা অবশ্যই কর্তব্য। এই সেলোয়ার কামিজ আবার বিবাহিতা রমণীর পক্ষে ব্যবহার না করাই উত্তম। বিবাহিতা রমণীকে শাড়ী-ব্লাউজে যেমন মানায়, তা অন্য কিছুতেই নয়। এটা বিশেষ করে হিন্দু রমণীদের বেলাতে অবশ্যই প্রযোজ্য। অনেক হিন্দু বিবাহিতা রমণী আজকাল তথাকথিত আধুনিকতার নামে সিঁদুরের স্থলে লাল টিপ ব্যবহার করে থাকেন যা তার জন্য আদৌ মানানসই নয়।

লাল টিপ অবিবাহিতা নারী ব্যবহার করতে পারে কিন্তু বিবাহিতা নারী কক্ষণো নয়। কারণ সিঁদুর আর লাল টিপ সমার্থক নয়। সিঁদুর শরীরে এ্যান্টি-স্যাপটিকের কাজ করে থাকে যা একজন বিবাহিতা রমণীর জন্য অবশ্যই প্রয়োজন। তাদের মনে রাখতে হবে ভারতীয় ঋষিরা অনেক ভেবে চিন্তেই এর ব্যবস্থা করে গেছেন। সুতরাং যদৃচ্ছভাবে সিঁদুরের স্থলে লাল টিপ ব্যবহার থেকে বিরত থাকলে নিজেদেরই মঙ্গল।

নানক সেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.