আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় ডি ডব্লিউ গ্রিফিথ-এর মৃত্যুদিন আজ। চার্লি চ্যাপলিন গুরু মানতেন তাকে।

জানতে ও জানাতে ভাল লাগে

খ্যাতিমান চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক ডি ডব্লিউ গ্রিফিথ এর মৃত্যুদিন আজ। ১৯৪৮ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন তিনি। বিতর্কিত ছবি বার্থ অব এ নেশন (১৯১৫) এবং ইনটলারেন্সের (১৯১৬) জন্য বিখ্যাত হন এই হলিউড পরিচালক। জন্ম ১৮৭৫ সালের ২২ জানুয়ারি কেন্টাকির লাগ্রাঞ্জেতে। শিক্ষার হাতেখড়ি বড়বোনের কাছে।

৭ বছর বয়সে বাবাকে হারান। এ সময় তার পরিবার খুব অর্থকষ্টে পড়ে। এ অবস্থায় গ্রিফিত ১৪ বছর বয়সে স্কুলের পাঠ চুকিয়ে একটি ফলের দোকনে চাকরি নেন। পরে বইয়ের দোকানে কাজ নেন তিনি। একটা সময় নাটক লিখতে শুরু করেন।

খুব একটা সফল হননি। মত পরিবর্তন করে অভিনয়কে পেশা হিসাবে বেছে নেন। শুরু পার্শ্বচরিত্রে অভিনয় দিয়ে। পরবর্তীতে তিনি অভিনয় ও পরিচালনায় এতটা দক্ষতা অর্জন করেন যে চার্লি চ্যাপলিনের মতো মত অভিনেতা গ্রিফিথ সম্পর্কে বলেছেন, তিনি আমাদের সবার শিক্ষক। পরে পরিচালক হিসাবে একাডেমি অ্যাওয়ার্ড জেতেন।

আমেরিকার মর্যাদা সম্পন্ন ন্যাশনাল ফিল্ম রেজিস্ট্রিতে গ্রিফিথের ৫টি ছবি সংরক্ষিত আছে। ছবিগুলো হলো- লেডি হেলেনস ইস্কেপেড (১৯০৯), এ কর্নার ইন হুইট (১৯০৯), দি বার্থ অব এ নেশন (১৯১৫), ইনটলারেন্স: লাভস থ্রু আউট দি এজেস (১৯১৬) এবং ব্রোকেন ব্লসমস (১৯১৯)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.