গতকাল বর্ষার ওপর খেপচুরিয়াস একটা পোস্ট দিয়েছিলাম। প্রশ্ন রেখেছিলাম বর্ষা কোথায় ? বর্ষা মনে হয় খুবই মাইন্ড খেয়েছে ! যদিও বৃষ্টির এখনো কোন খোঁজ খবর নাই। মাঝখান থেকে পুরো জাতির সূর্য গ্রহণ দেখার খায়েশ প্রায় মাঠে মারা গেছে। মূল টার্গেট পঞ্চগড়ের আকাশ জুড়ে মেঘের ঘনঘটায় সূর্য মেঘের আড়ালে ঢুকে পড়েছিলো। ঢাকার আংশিক সূর্য গ্রহণের ওপরই সবাইকে মূল ভরসা করতে হয়েছে। সেখানেও মেঘের মাস্তানী জারী ছিলো !
সুসংবাদ হলো ১০৫ বছর পরের সূর্য গ্রহণ অবশ্য মেঘাচ্ছন্ন হবে না। গ্লোবাল ওয়ার্মিংয়ের ঠেলায় মেঘেরা জাদুঘরের ছবিতে ঠাঁই নেবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।