আমাদের কথা খুঁজে নিন

   

তবুও ছুটে চলা (Saturday, July 4, 2009 at 11:38pm)

আমার সব সময় খুব ইচ্ছা ছিলো ডায়েরি লিখা। কিন্তু হয়ে উঠেনি কখনও। তার পিছনে কারন অবশ্য আছে। প্রথম কারন হল আমাঁর হাতের লিখা ভাল না। ।

আর সময় ও পাই না ডায়েরি লেখার। যাই হোক এবার ব্লগ লিখতে বসলাম। প্রথমে ভাবছি কবিতা দিয়ে শুরু করি। ইদানিং প্রায়ই কবিতা লিখা হচ্ছে।

ইচ্ছের ডানায় গা ভাসিয়ে ছুটে চলে মন অজানা কোনো গন্তব্যের পানে, পেছনে পড়ে রয় দুঃসহ শত বেদনাময় অন্ধকার রাত্রি রাত্রির নিঃস্তব্ধতা ফুড়ে তবুও ছুটে চলি আমি ভোরের অনাগত সুর্যের টানে।

তখনো হয়নি ভোর তখনো মিলিয়ে যায় নি আধারের সূর নিঝুম রাতের আকাশে ঝিকিমিকি জ্বলে থাকা তারা গুলো পথ দেখায় নিয়ে যায় দূর, বহু দূর। অনন্ত এ পথ, অনন্ত এ পথ চলা সময়ের স্রোতে তাই গা ভাসাই দূর দিগন্তের পানে, কখন শেষ হবে এই পথ, আসবে ভোর তা কেবল অন্ধকার রাত্রিই জানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।