আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা : শস্যকথন কিংবা স্বজনের পিঁড়ি



শস্যকথন কিংবা স্বজনের পিঁড়ি এন জুলফিকার আমরা তখন হেঁটে যাচ্ছিলাম শব্দের দিকে। অক্ষরের তীব্র আলিঙ্গনে একঝাঁক জোনাকির মতো আমাদের সংকেতরেখা ছুঁয়ে দিচ্ছিল সেই বাতিঘর যার বুক জুড়ে তখনও লেগে আছে সমূহ সম্পর্কের যত লোনাবালি স্বাদ। তোমার উড়ন্ত চুলে যে সকল স্বপ্নের কুচি কেবলই ঝিকমিকিয়ে ওঠে --- ভেঙে দেয় কাঁটাতার, অভিমানী রোদ, সে সকলই সযতনে নিয়ত কুড়োই আমি নকশিকাঁথায় বুনি শস্যকথন। সজল বর্ষার মতো কেউ কেউ কাছে আসে ক্রমে, কেউ কেউ এভাবেই রাস্তাকে খাটো ক'রে আচমকা টান দেয় গোপন ডানায়। মরমী ক্ষেতের পাশে প্রিয় পথ মিশে গেলে ক্লান্ত দিনেরা আঁকে স্বজনের পিঁড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.