আমাদের কথা খুঁজে নিন

   

সুখের তালিকায় বাংলাদেশ ৩১


সুখের তালিকায় বাংলাদেশ ৩১ ফয়সল আবদুল্লাহ: দুঃসহ গরমে লোকাল বাসে ভিজে চপচপে হয়ে অফিস গমন, অতঃপর সারাদিনের খাটুনি শেষে সান্ধ্যকালীন বাজারে গিয়ে কাঁচামরিচ কিংবা পেঁয়াজের কেজিপ্রতি দর শুনে কার্ডিয়াক অ্যারেস্টের প্রায় কাছাকাছি চলে গিয়েও ফের খাবি খেয়ে ছ’তলা বেয়ে ওঠার পর যখন মনে হবে, নাহ্, আজ মাছ কিনে বেশ জিতেছি, অর্ধেক দামে দিয়ে দিল! তখন হুট করে বেসুরো গলায় মনের ভেতর ঘাপটি মেরে বসে থাকা মধ্যবিত্ত মানুষটা গানের কথা ভুল করে গেয়ে উঠবে, আহা! কতো সুখ আর কতো গান। মনের ভেতরকার সেই আজগুবি খণ্ড খণ্ড সুখের জোয়ারে ‘হ্যাপি প্ল্যানেট ইনডেক্স’এ ১৪৩টি দেশের মধ্যে আমরা হয়ে গেলাম ৩১ নম্বর! আর ডলার পাউন্ডের দেশগুলো? সুখ তাদের বহুদূর! স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রের অবস্থান ১১৪! ব্রিটেন ৭৪, কানাডা ৮৯ ও অস্ট্রেলিয়া ১০২! সম্প্রতি সুখ-বিষয়ক জরিপটি চালিয়েছে ব্রিটিশ থিংক-ট্যাংক নিউ ইকনোমিক ফাউন্ডেশন। প্রশ্নটা সাধারণ, সবকিছু বিবেচনা করে ০ থেকে ১০-এর মধ্যে আপনি নিজেকে কত মাত্রার সুখী মনে করেন? ১০-এ নিজেদের ১০ দিয়েছেন কোস্টারিকার বাসিন্দারা। এরপরই আছে ডমিনিকান রিপাবলিক, জ্যামাইকা, গুয়াতেমালা, ভিয়েতনাম। নিঃসন্দেহে মন্দা ও সন্ত্রাসবাদ চুপসে দিয়েছে মার্কিন-ব্রিটিশদের মন। অন্যদিকে প্রত্যাশিত গড় আয়ু, দরিদ্রতা ও নাগরিক অধিকারের বিবেচনায় সবার তালিকার শেষের দিকে আছে বোতসোয়ানা (১৪১), তানজানিয়া (১৪২) ও জিম্বাবুয়ে (১৪৩)। প্রতিবেশি ভারতের অবস্থান ৩৫। তবে রাজনৈতিক অস্থিরতা, জঙ্গিবাদ ও সোয়াতের মানবিক বিপর্যয় সত্ত্বেও পাকিস্তানের অবস্থান ২৪! এছাড়া, গৃহযুদ্ধের রেশ না কাটতেই শ্রীলংকা উঠে গেল ২২-এ! পুরো তালিকাটি পাওয়া যাবে http://www.happyplanetindex.org সাইটটিতে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।