শয়তান থেকে দূরে থাকুন ।
ইবলিশ(খালেদা) আর শয়তান(হাসিনা)র মায়া থাইকা এখনো বেরতে পারে নাই যে জাতি সে জাতি কেমনে উন্নতি হইবো। এখানে তো গরিব খাইবো আর মধ্যবৃও খাইবো ইবলিশ শয়তান তার আশা ফুরাইবো। দুই নেত্রীর হাতে এত জুতা খায় তাও বাংগালী সিদা হয় না এত জুতা যদি কুত্তর লেজরে মারা হইতো তয় ওইটাও সিদা হইয়া গেত । কিন্তু আমরাতো তার চাইতে খারাপ।
কষ্ট লাগে খবর দেখলে ইবলিশ শয়তান আগের অবস্থানেই আছে কোন পরির্বতন নাই । দুঃখ লাগে আমি বাংগালী অন্যয় সহ্য কইরাও গুনাহগার হইলাম। কত বললাম সেনা সরকান চাই পিছে চাইয়া দেখলাম আমি একলাই চাই । আরে বোধাই তত্বাবধায়ক সরকার এর সময় তো এর চাইতে ভাল ছিলাম। ।
দুঃখের বিষয় নেপালের সামরিক বাজেট আমাদের সামরিক বাজেটের চাইতে অনেক বেশী অথচ তারা মাত্র ২.৫ কোটি লোক আর আমরা ১৫ কোটি ছি ছি এই আমাদের সুরক্ষা। শয়তানের(হাসিনার) ইন্ডিয়ার প্রতি প্ররিতি পুরাজাতিরে পানি না খিলাইয়া মারবো আমি সৌদি আছি। তোমাদের কি হইবো । । স্বপ্ন দেখি সেনা সরকার আসলেই দেশে আসুম নইলে আসুমইনা......... হায়রে বাঙ্ঘা লী
আল্লাহ হাফেজ।
চুপ কইরা মাইর খাও মাইরের মধ্য ভিইটামিন আছে।
বাকের ভাই বলছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।