কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....
বৃহত্তর সিলেট সহ নেত্রকোনা হাওরাঞ্চল এই ৭টি জেলার প্রায় দুইকোটি জনসাধারন যখন হারে হারে উপলব্ধি করিতে পারিবে যে নির্বাচিত সরকার ক্ষমতায় যাওয়ার পর ও সাধারন মানূষের দাবী কে উপেক্ষা করিয়া ভারতীয় তাবেদারীতে পারদর্শী দেখাইবার উচ্চাবিলাসী বক্তব্য ক্ষমতাশীনএমপি মন্ত্রীরা করিতেছেন।
এই অঞ্চলের মানূষ শুধু ভোটের ব্যাবধানে নয় , সংসদের সিটের দিক দিয়েও সবগুলো আসন ক্ষমতামীনদের দিয়ে দিয়েছে।
মনে রাখা দরকার এই অঞ্চলের মানূষ অর্থনৈতিক ভাবে ও খুবই শক্তিশালী। দেশের উন্নয়নে এই অঞ্চলের প্রবাসী রেমিটেন্স খুবই কাজে লাগে। সরকারের ভিতর ঘাপটি মেরে বসে থাকা ভারতীয় এজেন্টদের কথায় মানূষ তার লক্ষ থেকে দূরে সরে যাবে না।
কমিউনিষ্টপন্থি ল্যাম্পপোষ্ট কে অভিনন্দন।
আমি কমিউনিষ্ট নই।
টিপাইমুখ বাঁধ একটি ইস্যু তবে তা কোন রাজনৈতিক দলের জন্য শুভকর নয়। যারা ক্ষমতায় যান তারা ভারতীয়দের ট্যাক্স দেয়ার জন্য উদগ্রীব থাকেন। বিএনপি কে হাওরাঞ্চলের মানূষ এই টিপাইমুখ বাঁধ নিয়ে কথা না বলার জন্যে ভোট দেয় নি।
এই বাঁধ নির্মিত হলে সাধারন মানূষ ক্ষমতাশীনদের ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করবে। সময় থাকতে বিষয় টিকে আমলে নিন।
মনে রাখা দরকার ভারত শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য এই বাঁধ দিচ্ছে না। তারা আন্তঃ নদী সংযোগের মাধ্যমে একতরফা ভাবে সব পানি তাদের পশ্চিমাঞ্চলে নিয়ে যাওয়ার জন্যে তাদের দেশের বৃহৎ এই প্রকল্পে বিনিয়োগ করছে। বিদ্যুৎ উৎপাদনে আরো অনেক কম ব্যায়ে করার প্রযুক্তি উৎভাবন হয়েছে।
পারমানবিক শক্তিশালী একটি দেশ। ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য লক্ষ হাজার কোটি টাকা ব্যায় করে বাঁধ নির্মান করার বিলাসিতা ভারত সরকারের নেই।
আমাদের বুঝতে সময় লাগছে কেন। আমাদের মন্ত্রী এমপিরা জেগে জেগে ঘুমিয়ে নেই তো। তারা গনবিধ্বংসী বাঁধ হতে হবে দিবে কেন।
এখন বি ,এন ,পি ক্ষমতায় নেই। আওয়ামীলীগ বিরুধী দলে থাকতেও টিপাইমুখ বাঁধ নিয়ে টু শব্দ করেনি।
যুদ্ধাপরাধীদের বিচারের মতো এই দাবী এসেছে সাধারন মানূষের কাছ থেকে। কোন রাজনৈতিক দলের শিখিয়ে দেয়া বিষয় নয়।
কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলকে দোষারোপ করা ঠিক হবে না।
আপনারা দোষারোপ করলে আমাদের বূঝতে হবে আপনারা বাঁধ টি হতে দিতে চান।
বাঁধের পক্ষে একবার পরিস্কার করে বলে দেখুন না। শরিরের তেল তেলি ভাব খানা থাকে কিনা। আর কখনো মসনদে আসতে পারেন কিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।