সৈনিক
এতগুলো সৈনিক অকালে চলে গেল
আমাদের পৃথিবী থেকে
পরিবারে তাঁহাদের শোকে
কাঁদছে ধিকে ধিকে
বাংলাদেশের কিন্তু থেমে থাকেনি
তাদের জন্যে আর
শুন্য স্থান পুরন করছে
অন্য মায়ের সন্তান
শুধু হিসেব গুলো মিলতে হবে
কঠিন অংক করে
দুর্গার মত শক্তি নিয়ে
যদি প্রতিটি সন্তান উঠে
ঘরে ঘরে।
বুঝতে হবে জানতে হবে
তারা আমাদের ছেড়ে যাইনি,
ওরা লুকিয়ে গেছে
অন্যের জন্য।
মূখ খুলে কিছু বলেনি
এই যদি হয় স্বাদীন বাংলাদেশ ,
পরাধীন ক্ষতি কি ?
বাংলার বুক বাংলার মূখ সবুজ শ্যামল মাটি।
আমি জানাই
হাজার সালাম,
ওদের আত্ম জন্য
অন্য পৃথিবীতে বেঁচে থাকুক ওরা,
জীবন হোক ধন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।