এখন জমতে দাও ঘাসে ঘাসে
পত্রপুষ্পে শিশিরের কনা।
যে ডাল ফলের ভারে কলির বৈভবে
নত হতে চায়, তাকে নত হতে দাও,
-- নাড়াবে না।
ভোরের হাওয়ায় যে সূর্য আকাশে ওঠে,
সে উঠুক, মাটির ঠোটেঁর মধ্যে
একদিন ফুটে উঠবে সব।
এখন জমতে দাও ঘরে ঘরে,
চাঁদের কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম।
আজ রাত যুদ্ধ নেই,
অস্ত্রের দু'পায়ে প্রণাম করো।
ক্ষান্ত করো তীক্ষ কলরব।
যে প্রেম বুকের হাড়ে বেধেঁছিল ঘর,
তাকে নিয়ে কেটে গেছে
আমাদের অনেক বছর প্রতিরোধে,
প্রতিবাদে, উদ্বেল বিক্ষোভে।
এখন জমতে দাও ঘাসে ঘাসে
পত্রপুষ্পে শিশিরের কনা।
যে ডাল ফলের ভারে কলির বৈভবে
নত হতে চায়, নত হোক;
তাকে নত হতে দাও, নাড়াবে না।
নির্মলেন্দু গুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।