তোমার চারপাশে আরো একবার চেয়ে দ্যাখো ;
আর ভেবে বল :
চারিদিকে এই যে এত রক্ত
এত হত্যা তা কার জন্য ?
এত লোভ
এত হিংসা
কেন ?
তুমি মানুষের জন্য
মানুষকে হত্যা কর।
তোমার বিবেক কিভাবে তা মেনে নেয় , বলত ?
মানুষকে খুন করে
খুনি হওয়া যায় জানতাম ;
কিন্তু দেশপ্রেমিক হওয়া যায় এমন কথা—
বাপের জন্মেও শুনিনি।
তুমি শুনেছো ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।