বল বীর! চির উন্নত মম শির!
ব্রাজিল খেলছে.. ব্রাজিল জিতছে। এটা আমার কাছে এত স্বাভাবিক হয়ে গেছে যে ভেবেছিলাম এটা নিয়ে পোস্ট দেয়ার কোন মানে হয় না। কিন্তু এক আর্জেন্টিনার সাপোর্টার ব্রাজিল চ্যাম্পিয়ান হওয়ার পর পোস্ট দিছে আর সব আর্জেন্টিনার সাপোর্টাররা সেখানে তাদের বেদনার কথা জানাচ্ছে আর ভবিষ্যতে ব্রাজিলের পরাজয় কামনা করে নানা মন্তব্য করছে দেখে আর ঠিক থাকতে পারলাম না।
বলা হচ্ছিল স্পেন এ মুহুর্তের বিশ্বের সবচেয়ে সেরা দল। তাদেরই এক অন্যরকম স্ট্যাটেজি ফুটবল খেলে হারিয়ে দিল ইউ এস এ।
সেই একই খেলা তারা ব্রাজিলের সাথেও শুরু করেছিল। এগিয়েও গেল ২-০ তে। তারপর ব্রাজিল যেভাবে ফিরে এল, ইউ এস এর এইরকম নেগেটিভ ফুটবলের বিপক্ষে বিশ্বের আর কোন দল সেটা পারত? এটাই ব্রাজিল। এই জয়ই প্রমান করা তারা সবার সেরা।
আসলে ব্রাজিলের কি কিছু প্রমানের বাকি ছিল কখনও।
ব্রাজিলকে যে কতবার বিশ্বচ্যাম্পিয়ন হতে দেখব জীবনে আল্লাহ জানেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।