কানার হাতি দেখা-১
কানার হাতি দেখা-২
শ্রাবণ সন্ধ্যায়, কেউ ছিল ধান্দায়।
পাই যদি ফাকে, শুধাবো কিছু তাকে।
ঠিকানা আমার বাড্ডা, জমাবো কিছু আড্ডা।
পাইলে সুযোগ আরো, ফ্লোর দিমুনা কারো।
বায়োডাটা দিয়া হাতে, কথা কমু তার সাথে।
চিন্তায় শুধু আ..হা ই..হি, যদি হইতো অষ্টাদশি।
প্রফাইলের ছবিটা কার? ছোটকালের হবে তার।
যাই হোক লেখে ভালা, হৃদয়ে তাই এত দোলা।
খাইছে তারা ধরা, এমন চিন্তাইছিল যারা।
মানুষটা জব্বর ভালো, পরিবেশটাই ছিল কালো।
বায়োডাটা আনছে যারা, তাদের তখন যাবার তাড়া।
মিটাইছে অন্তর জ্বালা, ডাইকা তারে আন্টি-খালা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।