আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
সেদিন রাত ১০টার দিকে মিলান থেকে বাসায় ফিরবো। ট্রেনের জন্য ওয়েট করছি আমি আর আমার এক মামাতো ভাই।
দুজনে বসে গল্প করছিলাম। হঠাৎ দেখলাম একটি মহিলা হাতে দুটি ব্যাগ স্টেশনেই হাটা হাটি করছে।
ওদিকে এক আফ্রিকান ফোনে কথা বলছে, মহিলা আফ্রিকান লোকটির কাছে গিয়ে বললো, ওই ফোনে কথা বলিছ কেন কথা বলা বন্ধ কর। আফ্রিকান ছেলেটি বুঝতেই পারলো যে মহিলা পাগল তাই মহিলার কথায় কান না দিয়ে ছেলেটি আগে যেখানে দাড়িয়ে কথা বলছিল তা থেকে একটি দুরে সরে গেল।
পাগল মহিলা ছেলেটিকে বকা বকি করে আবার ঘুরতে গাললো । কিছুক্ষন পরে আব্বু বাসা থেকে কল আমার মোবাইলে। মোবাইল টা বেজে উঠতেই পাগল মহিলা ক্ষেপে গেলো আমাকে বলছে আবার তুই ও ফোনে কথা বলছিস।
আমি ফোনটা নিয়ে দুরে সরে গেলাম।
তারপরে যা হলো...
আমার মামাতো ভাই খবই মাজার মানুষ, আমাকে বললো তুই ওদিকে গিয়ে কথা বল আমি পাগলী কে আরেকটু ক্ষ্যাপায়। মামাতো ভাই পকেট থেকে তার মোবাইলটা বের করে কথা বলার ভ্যান করছিল। পাগল মহিলা তো ক্ষেপে আগুন। মামাতো ভাইয়ের পিছু পিছু দৌড়াতে লাগলো মহিলা।
মামাতো ভাইও ঘুরছে পাগল মহিলাও ঘুরছে। এর মাঝেই পাগল মহিলা সেই আফ্রিকান ছেলেটির কাছে গিয়ে ওকে পিছন থেকে একটি লাথি মেরে বলছে তোকে কথা বলতে মানা করেছি এখনো কথা বলছিস আর সাথে বকা তো আছেই।
আফ্রিকান ছেলেটিও বকা বকি করে পরে থেমে গেল।
পরে আমাদের ট্রেন এসে গেলে আমরা চলে আসি।
ইতালীতে এসে এই প্রথম কোন পালগ ক্ষেপালাম।
জানি পাগল ক্ষেপানো ঠিক না তারপরেও একটি মজা করেছিলাম সেদিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।