আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
আজ আমরা দেশ থেকে অনেক অনেক দুরে অব্স্থান করছি, তবে আমরা কেউ এখানে কাজের জন্য আসিনি, আমরা এসেছি আমার বাবা মা পিছু পিছু। আমাদের কারো বাবা মা এখানে ভাল জব করছেন, আর আমরা এখানে পড়াশুনা করছি ।
আমাদের মাঝে অনেকই আছে যাদের জন্মই এখানে, আমার অনেকে ওদের নিয়ে মজা করি, একদিন তো একজন কে মজা করে বলে ফেলেছিলাম যে তোমাকে বাংলাদেশে গেলে তুমি যদি ভাল বাংলা না বলতে পারো তাহলে তোমাকে দেশে থাকতে দেওয়া হবে না। ও পরে ওদের বাসায় গিয়ে এই কথা বললে ওদের বাসার সবাই না অনেক হাসা হাসি করে।
পরে ওর আম্মু আমাদের বলে তোমার আরিফ কে কি বলেছো, আমরা বলি , কই আন্টি তেমন কিছুই তো বলিনি কেন কি হয়েছে? তারপরে আন্টি ব্যাপার টা খুলে বললে আমরা তো হাসতে হাসতে নাই।
এখানে আমরা প্রায় ১৫/২০ জনের মতো একটা পাগলা গ্রুপ আছি , আমরা এখানে অনেক মজা করি। মাঝে মাঝে মনে হয় আমরা যেন বাংলাদেশেই আছি।
আর সময় সুযোগ পেলেই এক এক শহরে দেই দোড়... ঘুরে দেখি ইতালির সুন্দর শহর গুলো।
সব মিলিয়ে আমরা ইতালীতে মোটামুটি ভালই আছি।
দোয়া করবেন যেন ভাল থাকি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।