আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।
সপ্তাহ খানেকের মধ্যে মিলে গেলে সমবয়সী কয়েক জন বন্ধ। ওদের নিয়ে বেশ ভালই সময় টাকছিল। একদিন সন্ধায় আব্বু আমাদের সবাইকে ডেকে বললো । আগামী কাল তোমাদের সবাইকে স্কুলে ভর্তি করে দিবো।
আমরা পরদিন সকালে গেলাম ভর্তি হবার জন্য ওদের কে ভর্তি করলো আমাকে করলো না কারন আমার বয়স তখন ১৬ ছিল ।
আমাকে বললো এ বয়সে নাকি কলেজে ভর্তি হতে হবে তখন আমি ইতালীয় ভাষার "ভ" ও জানিনা পরে এক শিক্ষকের পরামর্শে ভর্তি হলাম ভাষা শিক্ষার স্কুলে । সেখানে সকাল বিকাল আবার সন্ধাকালিন কোর্স করে এক বছরে ভাষা টা বেশ ভালই শিখলাম। ভাষা শিখতে গিয়ে যে কত কষ্ট আর মজা হয়েছে এ নিয়ে পোষ্ট আসবে শিঘ্রই।
সে বছর ভালই কাটলো সেপ্টম্বর ২০০৭ তের ১০ তারিখে ভর্তি হলাম এখান কার একটি কলেজে, কোন বাঙ্গালী ছেলে বা মেয়ে নেই আমার কলেজে প্রথম দিন ক্লস শুরু হওয়ার আগেই আসলাম কলেজের সামনে ।
এক ম্যডাম একেএকে ক্লাসের নাম সহ সকল ছাত্র ছাত্রীদের নাম ডেকে ডেকে ক্লাসে নিয়ে গেল।
তারপর সবার পরিচয় জানলো , আমার ক্লাসে আমি সহ আরো তিন জন বিদেশী ছাত্র ছিলাম ওরা ছিল পেরুর ইতালীয়ান ছেলে মেয়েরা আমরা যারা বিদেশী ছিলাম তাদের নিয়ে সব সময় কৌতুহলী থাকতো আমরা একটু ভিন্ন ভাবে ওদের ভাষা উচ্চারন কাথা বলার স্টাইল দেখে অনেকে একটু একটু হাসতো আবার অনেক এসে জানতে চাইতো কত বছর যাবৎ ইতালীতে আছি । অনেকে আবার আমার ভাষা শুনে বলতো এতে অল্প দিনে এত সুন্দর করে কথা বলতে কিভাবে শিখলি ?
একদিনের ঘটনা, ২০০৭ এ সেপ্টম্বরের ১৩/১৪ তারিখে রোজা শুরু হয়েছিল মনে হয়, তো একদিন আমি রোজা ছিলাম ।
টিফিন আওযারে আমি ক্লাসে বসে আছি এক ছাত্র আমাকে এসে বলছে কি তুই কিছু খাবি না । (আগের দুদিন আমাকে দেখেছিল এসময় খেতে তাই জানতে চেয়েছিল ) আমি বলেছিলাম আমি রোজা ও রোজা কি বুঝলোনা অনেক কষ্ট করে কোন মতে বুঝালাম তারপরে যা হলো টিফিন শেষে ক্লাসে টিচার আসলে ও বললো ম্যডাম আপনি জানেন কি রোজা কি?
ম্যডাম বললো হ্যা জানি রোজা হচ্ছে মুসলমানদের একটি ধর্মীয় এবাদাত।
সে তখন জানতে চাইলো আমাদের মধ্যে কেউ মুসলমান আছি কি না আমি হাত তুললাম তখন ম্যডাম জানতে চাইলো কিভাবে আমরা রোজা থাকি কেন থাকি ইত্যাদি ইত্যাদি। তবে সবচেয়ে অবাক হলো যখন জানতে পারলো সারদিন আমরা কিছুই খাইনা এমন কি এক ছাত্র আমাকে প্রশ্ন করলো পানিও খাস না আমি না বললে ওরা সবাই হতবাক।
আরে অনেক কথা আছে আমার এই ছোট্ট প্রবাসী জীবনে সব বলবো আস্তে আস্তে...... (চলবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।