আমাদের কথা খুঁজে নিন

   

ইতালীতে আমার প্রথম পা রাখা, কিছু ভাললাগা এবং কিছু খারাপ লাগা...

আমি হিমেল, আমার ব্লগে আপনাকেস্বাগতম।

আমাদের এলাকার অনেক লোকজন এই ইতালীতে থাকে। যতোটুকু খেয়াল করছেছি যেই ছেলের বাবা ইতালীতে এসেছে দু এক বছর পর তাদের পরিবারের সবাই ইতালীতে চলে এসেছে। আব্বু ইতালীতে আসার পর মনের মাঝে ছোট্ট অনেক ছোট্ট একটা ধারনার জন্ম নিয়েছিল যে আমরা হয়তোবা কোন দিন ইতালিতে যেতে পারবো। ২০০৬ এর মাঝামাঝি আমার ভিসা হয়ে গেল ।

২০০৬ এ সেপ্টম্বরে আমরা তিন ভাই ও আম্মু সহ আমরা আসি ইতালীতে, আসার সময় অনেকটা ভয় হয়েছিল কারন এটাই ছিল আমাদের প্রথম বিদেশ যাত্রা। আমরা এসেছিলাম কাতার এয়ারওয়েজে। আমরা ঢাকা থেকে দোহা, দোহা থেকে মিলান এভাবে এসেছিলাম আমাদের দোহা এয়ারপোর্টে প্রায় ২ ঘন্টার মত সেই সুযোগে দোহা এয়ারপোর্ট ঘুরে দেখার সময় হয়েছিল। তারপর সেখান থেকে ইতালীর মিলানের উদ্দেশ্যে আরেক বিমানে বেশ বড় ছিল বিমানগুলো । ছোট দুই ভাই অনেক মজা করেছিল বিমানে ।

ইতালীয়ান সময় সকাল দশটায় আমরা এসে পৌছালাম মিলান এয়ারপোর্টে আব্বু গাড়ি নিয়ে ভোর পাচঁটা থেকে আমাদের জন্য অপেক্ষা করছিল । মিলান এয়ারপোর্টে একটি মজার ঘটনা ঘটেছিল আমার ছোট ভাই একটু পাকনা টাইপের আমি যখন লাগেজ গুলো বেল্ট থেকে তুলছিলাম ও একা একা আমাদের না বলে বেরিয়ে এসছিল আমরা তো খুজে হয়রান অনেক খুজাখুজি করে পরে ......... (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.