---
অফিসগুলো এক ঘন্টা আগে খুলছে , কিন্তু এক ঘন্টা আগে বন্ধ হচ্ছে না। যার কারণে সম্ভবত বিদ্যুৎ চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং বেশি হচ্ছে। বাংলাদেশের মত দরিদ্র তৃতীয় বিশ্বে ডি.এস.টির কোন সুফল পাওয়া যাবে না তা একেবারে নিশ্চিত। কারণ কলকারখানা , ফ্যাক্টরী , মিল এর মালিকগুলো সাধারণত Shylock nose টাইপ এর চরিত্র। এদেরকে সবাই ঘৃণা করে। দুর্দান্ত রকমের অপর্চুনিস্ট এরা। সুযোগ সুবিধা মত এমপ্লয়িদের কম বেতন দিয়ে বাড়তি খাঁটিয়ে নেয়াটা এদের মজ্জাগত চরিত্র। মানুষের বিবেক এদেরকে ঘৃণা করে। চোখ বন্ধ করে বলা যায় , এইসব কসাইরা এই সুযোগটা নেবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।