আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক ও ছড়াকার আবু সালেহকে তাঁর কর্মস্থলে শারিরিকভাবে লাঞ্ছিত করলো তারা!

ফেসবুক আইডি:নাই
দেশের প্রবীন সাংবাদিক এবং প্রখ্যাত ছড়াকার আবু সালেহকে গত ১৬ই জুন তাঁর নিজের কর্মস্থল বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসসে) তাকে কোন কারন ছাড়াই কয়েকজন সহকর্মী তাঁকে শারিরিকভাবে লাঞ্চিত করে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহন করেন। বাংলাভাষার উন্নয়ন ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি রাষ্ট্রের সর্বচ্চ সম্মান একুশে পদক এবং বাংলা একাডেমী পুরষ্কার পেয়েছেন। সাহিত্য এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দেশের বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংস্থা কর্তৃক শতাধিক পুরষ্কার,সম্মাননা,ক্রেস্ট লাভ করেছেন। সাংবাদিকতার পেশায় রয়েছেন প্রায় ৪০ বছর।

১৬ জুন আনুমানিক সোয়া পাচঁটায় বিশেষ রিপোর্ট সংগ্রহ শেষে কর্মস্থলে ফিরে তিনি দেখেন কে বা কারা তার বসার চেয়ারের গদি তুলে ফেলেছে এবং কক্ষ তছনছ করে ফেলেছে। যা কিনা সম্প্রতি আরো কয়েকবার ঘটেছে। এছাড়া তার টেবিলের উপরে রাখা ফাইল পত্র এলোমেলো ভাবে চারিদিকে ছড়ানো অবস্থায় ছিলো। তিনি ইণ্টারকমে ব্যবস্থাপনা পরিচালককে বিষয়টি জানাতে গেলে সংস্থায় কর্মরত দুইজন এসে অকারনে তাঁর উপর চড়াও হয় এবং অযাচিতভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করে। অফিস থেকে ঘাড় ধরে বের করে দেবার জন্য চাপ দিতে থাকে।

জীবন নাশের হুমকি দেয়। আকস্মিকভাবে এই ধরনের ঘটনায় তিনি হত বিহবল হয়েপড়েন এবং এক পর্যায়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে অবস্থান করেন। সেই দু' সহকর্মী বর্তমান শাসকদলের সমর্থক বলে নিজেদের দাবী করে। তিনি বাসসের বাংলা বিভাগের সবচেয়ে সিনিয়র সাংবাদিক এবং একজন পেশাদার সাংবাদিক। এই ধরনের অসম্মানজনক আচরন কোন অসভ্য সমাজেই ঘটতে পারে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.