সবাইকে শুভেচ্ছা। ধর্মের বেসাতী আর কত! জন্ম-জন্মান্তরে ধোঁকাবাজি শত ধর্মেরে করি পুঁজি কামিয়েছ কত রুজি, দাবায়েছ ধর্মেরে, করেছ বন্ধ দ্বার প্রজাতির, রাঙিয়েছ হাত রক্ত ধোয়ায় সমাজ সারথির। স্রষ্টার নাম কপ্চিয়ে নিজেই সেজেছ স্রষ্টা কখন, দাক্ষিন্য করিবে মুক্তি! নিজের মুক্তিই জানো না, জানিবে তখন মুক্ত সাগর তীর খুঁজে নেবে যখন। বেপথু করেছ কত তরুনেরে? তুমিও হবে সহগামী একদিন, পথ হারাবে তুমিও নিশ্চয়, চিত্ত ওদের নিত্য স্বাধীন! তোমার এ খেলায় আমার যা যায় যাক প্রহর গুন্ছি সরস মাটিতে প্রজন্মের ডাক। ওরা হিসেব নেবে কষে, ছাড় পাবে না একটি কানা কড়ি, পাঁচটি কার্তুজ জেনো প্রতি হস্তে ওদের অতন্দ্র প্রহরী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।