তুমিই কি প্রথম শিখিয়েছিলে বাঁকের কৌশল
কিংবা ফেরার দ্বিতীয় পথে ঢেলেছিলে কিছু নীলজল
আমি তাতে দেখে মুখ , চিনেছিলাম দু'খের প্রণয়
যেভাবে পাখিরাও উড়ে যেতে , আঁকে ছবি পালক সুতোয়
মায়াডোরে বেঁধে। রাখে হাত উপাত্তের অদূর অতীতে
আমিও বাড়িয়ে হাত , রাখি শীতে - আগুনের ত্রিশীতল গীতে
বাঁধি রাগ, হ্রস্বরেখা আর কিছু ভুলের নিয়ম
ভুলেই অতন্দ্র থেকে পোষি নদী , ওজনের ওম ।
ছবি- ক্যারল লীফ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।