তিনি বলেছেন বলেন, “বিএনপি-জামায়াত নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। যেসব এলাকায় ভোট হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দেবে। কোনো শক্তি নাই নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে। ”
শনিবার বিকালে ধানমণ্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তোফায়েল।
আফসারের পেছনে বিএনপির ছায়া: তোফায়েল
আফসারের পেছনে বিএনপির ছায়া: তোফায়েল
দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বেগম খালেদা জিয়া নির্বাচনের প্রাক্কালে অতীতের মতো গতকালও (শুক্রবার) এক দুরভিসন্ধিমূলক বিবৃতি প্রদান করেছেন, যা দেশবাসীর আশা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
“তিনি বিবৃবিতে জামায়াতকে রাজপথে অরাজকতা করতে আহ্বান জানিয়েছেন। ”
লন্ডনপ্রবাসী বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তারও সমালোচনা করেন তিনি।
“তারেক রহমান স্বাধীনতাবিরোধীদের উসকে দিয়ে নির্বাচন বানচালের নীলনকশা করছেন। কোনো সাধ্য নেই নির্বাচন বানচাল করতে পারে। নির্বাচন হবেই।
”
নির্বচানকালীন সরকারের শিল্প এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী তোফায়েল বলেন, “আইনের দৃষ্টিতে পলাতক তারেক রহমান বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গণতন্ত্রকে হত্যার অপতৎপরতা চালাচ্ছেন।
“শুধু ভিডিও বার্তা নয়, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত বাংলাদেশকে অকার্যকর করতে চায়। ”
শনিবার লন্ডন থেকে পাঠানো ওই ভিডিও বার্তায় রোববারের ভোট ঠেকানোর আহ্বান জানান তারেক।
খালেদাকে গৃহবন্দি বলে বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “খালেদা জিয়া গৃহবন্দি নন, তিনি মুক্ত। তিনি যদি গৃহবন্দি হতেন তাহলে বিবৃতি দেন কীভাবে?
“একদিকে তিনি বিবৃতি প্রদান করে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন, অপরদিকে নিজেকে অবরুদ্ধ ও গৃহবন্দি দাবি করে মূলত প্রতারণার পথ বেছে নিয়েছেন।
“এই ধরনের নাটক বেগম খালেদা জিয়া নতুন করছেন না, অতীতেও তিনি এ ধরনের অনেক নাটক মঞ্চস্থ করেছেন, যা দেশবাসী ভুলে যায়নি। ”
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিসংযোগেরও নিন্দা জানান তোফায়েল।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।