১/১১ -এর ষড়যন্ত্রের বিদেশী কুশীলব
১) বাংলাদেশে নিযুক্ত তৎকালীন মার্কিন রাস্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটিনেস
২) ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক আনোয়ার (জানোয়ার) চৌধুরী
৩) বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়ান
৪) বাংলাদেশে নিযুক্ত তৎকালীন কানাডিয়ান হাইকমিশনার বারবারা রিচার্ডসন
৫) ইইউ প্রধান স্টিফেন ফ্রোয়েন এবং
৬) বাংলাদেশে নিযুক্ত তৎকালীন ভারতীয় হাইকমিশনার বী~ণা সিক্রি
এদের সবাইকেই আপনারা চিনেন। তবু আর একবার মনে করিয়ে দেওয়া আর কি।
দেশীয় ষড়যন্ত্রকারীদেরও আপনারা সবাই চিনেন। মীর জাফরের ভূমিকাতে আছেন সদ্য বিদায়ী মইন ইউ আহাম্মক। বাকীদের নাম আর দিলাম না। তবে যারা জানতে আগ্রহী তারা "আমার দেশ" এর ১৫ই জুনের প্রথম পাতায় পাবেন (যদিও অসম্পূর্ণ, কারণ নেপথ্যের কুশীলবদের নাম নেই সেখানে)।
বাহ, এ যেন নবাব সিরাজের বিরুদ্ধে ইংরেজদের ষড়যন্ত্রের আর এক রূপ।
এভাবে বাংলাদেশকে আর কত ষড়যন্ত্রের শিকার হতে হবে কে জানে!
১/১১ ষড়যন্ত্রের কুশীলবরা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।