আমাদের কথা খুঁজে নিন

   

ক্লোজআপ ওয়ান এর ইতিহাস

ক্লোজ আপ ওয়ান যা বাংলাদেশের একটি সংগীত বিষয়ক রিয়েলিটি শো এর যাত্রা শুরু হয় ২০০৫ সাল থেকে। এটি বাংলাদেশ এর সংগীত এর উপর সবথেকে বড় রিয়েলিটি শো। এই শো টির স্লোগান হল “ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ”। বাংলা গানের উপর পরিচালিত এই শো টির যাত্রা শুরু হয় প্রায় ৪০ হাজার অতি আশাবাদী বাংলাদেশ এর তরুণ এবং তরুণীর অংশগ্রহণ এর মাধ্যমে। এই ৪০ হাজার প্রতিযোগী এর মধ্য থেকেই সংশ্লিষ্ট অনুষ্ঠানের বিচারক এবং বাংলাদেশ এর জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় বিজয়ী কে।

বর্তমানে এই রিয়েলিটি শো টির ৫ম ভার্সন চলছে। প্রথম পর্বের অ্যানকরিং করেছিলেন দেবাশিস বিশ্বাস অবশ্য তিনি দ্বিতীয় পর্বেরও অ্যানকরিং করেছিলেন এবং তাঁর সাথে ছিলেন সামিনা চৌধুরী (প্রথম পর্বে) এবং বিচারক হিসাবে ছিলেন বাংলাদেশ এর প্রখ্যাত সংগীত শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল, কুমার বিশ্বজিত এবং আবিদ(প্রথম পর্বে)। প্রথম পর্বে বিজয়ী কে নগদ দশ লক্ষ টাকার অডিও কন্টাক্ট এবং ব্র্যাক ব্যাংক এর পক্ষ থেকে একটি ব্র্যান্ড নিউ গাড়ি দেওয়া হয়েছিল। এবং প্রথম রানার আপ কে দেওয়া হয়েছিল পাঁচ লক্ষ টাকার অডিও কন্টাক্ট। এই শো টির প্রথম পর্বের বিজয়ী হয়েছিল নোলক বাবু এবং প্রথম রানার আপ হয়েছিল রাজীব এবং দ্বিতীয় রানার আপ হয়েছিলেন বিউটি যিনি ৩ লক্ষ টাকার অডিও কন্টাক্ট।

এছাড়াও সমাপ্তি রায় পেয়েছিলেন ক্লোজ আপ ওয়ান কনফিডেন্স এ্যাওয়ার্ড, তাঁর অন্ধত্ব এবং খুবই খারাপ অর্থনৈতিক অবস্থা থাকার পরও যে তিনি ক্লোজ আপ ওয়ান এর মত একটা শো তে অংশ নিয়েছিলেন এইজন্য তাঁকে এই এ্যাওয়ার্ড টি দেওয়া হয়েছিল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।