ক্লোজআপ ওয়ান বাংলাদেশ “তোমাকেই খুঁজছে বাংলাদেশ” এর সব থেকে পুরনো বিচারক হলেন ফাহমিদা নবি। ফাহমিদা নবি এর জন্ম ১৯৬৬ সালের ৪ঠা জানুয়ারী বাংলাদেশ এর দিনাজপুর জেলায়। তাঁর বাবা হলেন বাংলাদেশ এর আরেক প্রখ্যাত গায়ক মাহমুদ উন নবি এবং তাঁর ছোট বোন হলেন আরেক বিখ্যাত গায়িকা সামিনা চৌধুরি। ফাহমিদা নবি মূলত ক্লাসিক্যাল এবং নতুন বাংলা গান গাইলেও রবীন্দ্র সংগীত এবং নজরুল সংগীত ও গান। তাঁর সংগীত জীবনের যাত্রা শুরু হয় ১৯৭৯ সালে একটি একক অ্যালবাম এর মাধ্যমে এবং ৩ দশক ধরে তাঁর গান বাংলার মানুষ কে মুগ্ধ করে রাখছে।
ফাহমিদা নবি ক্লোজ আপ ওয়ান এর প্রথম পর্ব থেকেই বিচারক হিসাবে আছেন। তিনি একটি সংগীত এর উপর ইন্সটিটিউশনও খুলেছেন ২০০৭ সালে জার নাম কারিগরি। ফাহমিদা নবি তাঁর সংগীত জীবনে প্রচুর এ্যাওয়ার্ড জিতেছেন। তার মধ্যে সংগীত এর উপর বাংলাদেশ এর সর্বচ্চ পুরস্কার জাতীয় গায়িকা পুরস্কার ও আছে। এই পুরস্কারটি তিনি পেয়েছিলেন আহা ছবিতে লুকচুরি লুকচুরি গল্প গানের জন্য।
তাছারাও ২০০৯ এ ঢালিউড এ্যাওয়ার্ড এবং লাক্স চ্যানেল আই পুরস্কার ও পেয়েছেন। গান ছাড়াও ফাহমিদা নবি অনেক সামাজিক কাজের সাথেও যুক্ত। তার মধ্যে গানের মাধ্যমে অ্যাসিড সন্ত্রাস, নারী নির্যাতন, ড্রাগস এর নেশা এর বিরুদ্ধে জনগণের মনে সচেতনতা তৈরি এর চেষ্টা অন্যতম। এছাড়াও তিনি বাংলাদেশ এর জাতীয় এইডস সচেতন কর্মসূচী এর সাথেও জড়িত
(Collected) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।