আমাদের কথা খুঁজে নিন

   

ক্লোজআপ ওয়ান এর গুরুত্ব

ক্লোজআপ ওয়ান বর্তমানে বাংলাদেশ এর মানুষ এর কাছে একটি অতি পরিচিত নাম। কি এই ক্লোজ আপ ওয়ান। ক্লোজ আপ ওয়ান হল বাংলাদেশ এর প্রথম রিয়েলিটি শো। এটি একটি সংগীত ভিত্তিক রিয়েলিটি শো। এই শো টির যাত্রা শুরু হয় ২০০৫ সালে।

একমাত্র এই শোটিই বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে মেধা অনুসন্ধানের কাজ শুরু করে। পরে অবশ্য এই শো এর অনুকরনে অনেক গুলি শো শুরু হয় তথাপিও আজ পর্যন্ত এই ক্লোজ আপ ওয়ান যে পরিমাণ সফলতা এবং জনপ্রিয়তা পেয়েছে অন্যান্য শো গুলি তা পায়নি। কারন এই ক্লোজ আপ ওয়ান তাদের প্রতিযোগী বাছাই করে খুবই সতর্ক ভাবে এবং নিরপেক্ষ ভাবে। ক্লোজ আপ ওয়ান এই শোটির প্রধান স্পন্সর ছিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। তাদের একটি প্রডাক্ট ক্লোজ আপ এর নামানুসারেই এই রিয়েলিটি শো টির নাম দেওয়া হয় ক্লোজ আপ ওয়ান এবং এই শো টির মট হল “তোমাকেই খুঁজছে বাংলাদেশ”।

আর শোটির মিডিয়া স্পন্সর হল এন টিভি। প্রথমে তাদের পক্ষে খুবই চালেঞ্জিং ছিল বাংলাদেশ এর মাটিতে এই রকম একটি অনুষ্ঠান এর আয়োজন করা। কারন এই ধরনের অনুষ্ঠান এর আগে বাংলার মাটিতে হয়নি। তারপরও তাদের কিছু কর্মী এর একান্ত সহযোগিতা এবং তাদের নিতিনির্ধারকদের পৃষ্ঠপোষকতা এর কারনে অবশেষে ২০০৫ সালে গুটি গুটি পায়ে এই অনুষ্ঠানটির যাত্রা শুরু হয়। যাত্রা শুরু হয় বাংলাদেশ এর তিনজন খ্যাতনামা গায়ক কে বিচারক হিসাবে নিয়ে এবং দুইজন খ্যাতনামা এংকর কে নিয়ে।

অবশেষে এই শোটি সফলতার মুখ দেখে। ধন্যবাদ ইউনিলিভার এবং এন টিভি কে এই রকম একটি শো আমাদেরকে উপহার দেবার জন্য। কারন এই শো এর কারনে আমরা অনেক প্রতিভাবান গায়ক এবং গায়িকাকে পেয়েছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।