আমাদের কথা খুঁজে নিন

   

জুক্স

ক্ষেপাইতে চাইলে akayes@yahoo.com মেইল করেন :)
ধুমপান স্বাস্থ্যের জন্য ................ আপনি কয়জনের ফেস বের করতে পেরেছেন? ছেলের প্রতি মায়ের উপদেশ ঃ ১৯৬০ সালে - জাত-বংশ-মর্যাদা দেখে বিয়ে করবে। ১৯৭০ সালে - নিজ ধর্মের মেয়েকে বিয়ে করবে। ১৯৮০ সালে - নিজের লেভেল অনুযায়ী বিয়ে করবে। ১৯৯০ সালে - নিজের দেশের মেয়েকে বিয়ে করবে। ২০০০ সালে - নিজেরর বয়সের সাথে মানাবে এমন মেয়েকে বিয়ে করবে।

. . . আর . . . ২০০৯ সালে - যেমনই হোক, মেয়ে মানুষকেই বিয়ে করবে। ৭জন ডাক্তার ও ৭জন ইন্জিনিয়ার ইন্টারসিটি ট্রেনে করে ঢাকা থেকে সিলেট যাচ্ছে। দুই গ্রুপই সর্বদা তাদের শ্রেষ্ঠত্ব প্রমানের জন্য ব্যাস্ত। পর্ব-১ ডাইরেক্ট টিকেট না পেয়ে আখাউড়া পর্যন্ত ৭ জন ইন্জিনিয়ার মিলে মাত্র ১টি টিকেট কেটেছে এবং ৭ ডাক্তার ৭টি টিকেট কেটে প্রবল আগ্রহের সাথে টিটির জন্য অপেক্ষা করতে থাকল। যখন টিটি আসলো ৭ ইন্জিনিয়ার একসাথে টয়লেটে ঢকে পড়ল, টিটি ডাক্তারদের টিকেট চেক করে টয়লেটের দরজায় টুকা দিতেই ভেতর থেকে একটি হাত বের করে টিকেটটি বাড়িয়ে দিল, টিটিও টিকেট চেক করে চলে গেল।

পর্ব-২ এবার ডাক্তাররা চালাকি করে ৭ জনে মাত্র ১টি টিকেট কিনল কিন্তু ইন্জিনিয়াররা কোন টিকেট কিনল না। যখন টিটি এল সব ডাক্তার একটি টয়লেট ঢুকে পড়লো এবং ইন্জিনিয়াররা আরেকটিতে। কিছুক্ষন পর এক ইন্জিনিয়ার ডাক্তারদের টয়লেট নক করলো এবং টিটিট মনে করে ভেতর থেকে একটি হাত বের করে টিকেটটি বাড়িয়ে দিল, ইন্জিনিয়ার সেই টিকেট নিয়ে নিজেদের টয়লেটে ঢুকে বসে রইল। যথা সময়ে টিটি এসে ৭ ডাক্তারকেই জরিমানা করল। পর্ব-৩ ফেরার পথে তারা একসাথেই ফিরছে।

ইন্টারসিটির টিকেট না পেয়ে ৭ ডাক্তার ১টি টিকেট এবং ৭ ইন্জিনিয়ার ৭ টি লোকাল ট্রেনের টিকেট কাটলো, যথা সময়ে টিটি এসে ইন্জিনিয়ারদের টিকেট চেক করে দেখলো তখনও ডাক্তাররা লোকাল ট্রেনে টয়লেট খুঁজে বেড়াচ্ছে......... দেখুনতো পারেন কি-না? আপনি যে অবস্থায় বসে আছেন সে অবস্থাতেই আপনার ডান পা একটু উপরে তুলে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেভাবে ঘূরাতে থাকুন, এবার ঘুরাতে ঘুরাতে আপনার ডান হাত দিয়ে শূন্যে কয়েকবার 6 লিখুনতো। কি হচ্ছে বুঝতে পারছেন? . . . . . . . আপনি কি পেরেছেন নাকি অটোমেটিক আপনার পায়ের আঙ্গুলও ঘড়ির কাঁটার উল্টাদিকে ঘুরে যায়? (সংগৃহীত)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।