মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...
দেখেছি সাদা কালো শাড়ি
একুশে ফেব্রুয়ারী
ফুলের পাশে শহীদ মিনারে
শিমুল চাঁপা পলাশের ভিড়ে
কি যেন ছিল তোমার নাম
না যেনে ফেঁসে গিয়েছিলাম
একুশ একুশে ফেব্রুয়ারী
আমি কি আর ভুলতে পারি।।
ধূসর রঙের মেঘে মেঘে
চোখ দুটো থাকে জেগে
তোমাকে যেতে দেখি প্রায়
বেইলী রোড বা বইমেলায়
তিলোত্তমা এই নগরী
তোমায় কি আর ভুলতে পারি।
তাকে দেখেছিলাম তোমার পাশে
আলো ছড়িয়ে বসে আছে
জানি না কি যে তোমার নাম
আমি একুশের কে ছিলাম
কালো পাড় সাদা শাড়ি
আমি কি আর ভুলতে পারি।
***রাধিকাকে ধন্যবাদ সুন্দর এই গানটির জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।