জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** দেশের মাটিতে আন্দোলন আন্দোলন আজ ঘরে ঘরে জায়গায় জায়গায় বিয়েতে, বাড়িতে চিন্তা চেতনায় সর্বত্র দেশের সব জায়গার মানুষ শাহবাগে আন্দোলন কদিন ধরে উত্তরার হাউজবিল্ডিংয়েই আন্দোলন চলে দেশের বিশ্ববিদ্যালয় গুলি থেকে আন্দোলন চলছে এই আন্দোলন সব বিশ্ববিদ্যালয় একযোগে একদিন চলুক কিন্তু তার পাশাপাশি কাজও চলুক, আন্দোলন মনে মনেও চলুক এক মুহুর্তের উত্তাপ যেন সারাদিন কাজকর্মে ফুটুক বিদেশের মাটিতে আন্দোলন ভিনদেশের একটা ইস্যুকে আন্দোলন ওদের্কে বুঝিয়ে আন্দোলন এখন শুধু আর এক ইউনিভার্সিটি না সেই দেশের সকল ইউনিভার্সিটির আন্দোলন একসাথে একদিন চলুক আন্দোলন মানে সারাদিনরাত চব্বিশ ঘন্টা না শুধু একটা মুভমেন্ট যেন এক মুহুর্তকে সারাজীবন মনে রাখে আর বাদ বাকী সময় এমন কাজ করে ওই দেশের সবাইকে মুগ্ধ করে রাখতে হবে যেন পরিশ্রমী জাতি যাদের দেশপ্রেমের তাড়নাবোধ আছে হ্যা খন্ড খন্ড না সারা স্ট্যাটের বা সারা দেশের সকল বাঙ্গালী ছাত্রছাত্রীরা বিদেশের মাটিতে এক সুরে গর্জে উঠো বিদেশীদেরও অসুরের বিরুদ্ধে আন্দোলনে নিয়ে আসো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।