হিজিবিজি ছোটবেলায় কেন যেন সবকিছুই জানতে চাইতাম। প্রচন্ড কিউরিয়াস ছিলাম (সত্যি-বিদ্যা এটুও বাডিয়ে বলছি না!)। নানা বাড়ি গেলে 'মা' যখন নানিকে মা ডাকতো তখন 'মা'কে খুব অবাক হয়ে জিজ্ঞেস করতাম, মা'র ও মা থাকে? অবাক লাগতো মা তো মা'ই; মা'র আবার কি করে মা হবে। । ।
যত্তসব অপ্রয়োজনীয় কিউরিসিটি! বুঝতে চাইতাম না ছোটদের সবকিছু জানতে নেই.....অবশ্য এখন বড় হয়ে মনে হয় আসলে বড়দেরও সবসময় সবকিছু জানত নেই। যত বেশি নির্লিপ্ত থাকা যায় ততই আনন্দ....আনন্দ আর আনন্দ।
কিন্তু ইদানিং 'ভাবমূর্তি' ব্যাপারটা আমাকে কিলবিল করে খাচ্ছে। কোথাই যাই কার কাছে জিজ্ঞেস করি??? বয়স কম কালে এরে তারে জিজ্ঞেস করে অনেক কিছু জেনে নিয়েছি....বুঝতে না পারলে বুঝিয়ে দিয়েছে। শ্রদ্ধার সাথে স্বরন করছি স্কুলের 'সুমিতা আপাকে' (আমরা হাই স্কুলের টিচারদের আপা ডাকতাম....অসম্ভব ভয় পেতাম এই আপাটাকে.....জানিনা এখনকার বাচ্চারা তাদের টিচারকে কি ডাকে? ভয় পায় কিনা?) 'পুথিগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন' এর মত জটিল (!!!) ভাব সম্প্রসারন সুন্দর করে বুঝিয়ে দেয়ার জন্য।
এখনবাস্তব জীবনে এসে এই জিনিস আমি হাড়ে-মাংসে টের পাই। আবারো ধন্যবাদ আপনাকে....জানিনা আপনি এখনো আছেন কিনা? অনেকেই যে চলে যাচ্ছেন।
ছোটবেলার আরো একটি শব্দের মানে অনেক বড় হয় এক জুনিয়র বন্ধুর কল্যানে বুঝতে পেরেছি। ছোটকালে মা-চাচীদের কাছে কোন কিছু চাইলে অনেক সময় বকা দিয়ে বলতো - তোর বাপের কি 'তেরজুরি' আছে যে চাইলেই পাবি??? এই 'তেরজুরি' কি এমন মহাঘ্য বস্তু সেটাই বুঝিনি। স্বরন করছি 'সদঅর' তোমাকে (যার কথা বলছি সে ঠিকই বুঝে নিবে....যদি এই জিনিস তার চোখে পড়ে!); তোমার কাছ থেকেই জেনেছিলাম এই 'তেরজুরি'র মানে।
ছোট্ট করে বলে ফেলি, 'তেরজুরি' হচ্ছে 'ট্রেজারী' শব্দের 'চাটগাইয়া' ভগ্ন/বিকৃত রূপ।
এখন ইন্টারনেটের যুগ, কিছু জানতে চাইলে 'গুগল' মামা তো আছেই....একটু ঘাটাঘাটি করলেই উত্তর মিলে। কিন্তু 'বিয়অন্ড' 'গুগুলেবল' প্রশ্ন গুলো নিয়েই লাগে যত বিপত্তি! বিভিন্ন 'শুশীল' '.....জীবি' যারা আছেন তাদের কাছে অতি বিনয়ে প্রশ্ন করে দেখেছি। কিন্তু প্রশ্ন শুনে এমন একটা 'লুক' দেন.......এই ধামড়া আবার কোন গ্রহ থেকে নামলো......দ্বিতীয়বার করতে হলে হিম্মত দরকার।
তাই বুঝতে না পেরে আজকাল বড় অস্থির লাগে।
'ভাবমূর্তি' নামক জিনিসটার কথা আজকাল বড় শুনি......এই 'ভাবমূর্তি' নাকি নষ্ট হয়ে যাচ্ছে 'পতঙ্গ' তুল্য 'শ্রমিক' নামের কিছু মানুষের মৃত্যু সংবাদ ফলাও করে প্রকাশ করার কারনে।
হা খোদা কি করে বুঝবো 'পতংগ' তুল্য 'শ্রমিক'রা একেকজন 'মানব সন্তান'। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।